ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৃষ্টি ও পাহাড়ী ঢল ॥ হুমকির মুখে বহু বাঁধ

প্রকাশিত: ২২:০৭, ৩১ মার্চ ২০১৭

বৃষ্টি ও পাহাড়ী ঢল ॥ হুমকির মুখে বহু বাঁধ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ অবিরাম বৃষ্টি আর পাহাড়ী ঢলের কারণে কলমাকান্দা উপজেলার অন্তত ৫শ হেক্টর বোরো-ইরি জমিতে পানি ঢুকেছে। উপজেলার লেঙ্গুরা এলাকায় গণেশ্বরী নদীর ফসল রক্ষা বাঁধটি পাহাড়ী ঢলের ভেঙ্গে গেছে। এছাড়া হুমকির মুখে পড়েছে খালিয়াজুরি উপজেলার কীর্ত্তনখোলা বেড়িবাঁধ। একই উপজেলার চুনাই বাঁধে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে ফসল রক্ষার চেষ্টা শুরু এলাকাবাসী। জানা গেছে, সপ্তাহখানেক ধরে এসব এলাকায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ছাড়াও গারো পাহাড় থেকে ধেয়ে আসছে পাহাড়ী ঢলের পানি। এ কারণে উপজেলার গোড়াডোবা, মেদা বিল, জাঙ্গিয়া, হুগলা হাওড় এবং খারনৈ, লেঙ্গুরা ও নাজিরপুর ইউনিয়নের কয়েকটি হাওড়ে পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয় কৃষকরা জানান, এসব জমিতে সবে মাত্র ধানের চাল গজাচ্ছিল। এদিকে লেঙ্গুরা এলাকায় গণেশ্বরী নদীর বাধটি বৃহস্পতিবার রাতে ভেঙ্গে গেছে। অন্যদিকে খালিয়াজুরি উপজেলার ধনু নদীর আশপাশের নীচু জমিতেও পানি ঢুকছে। স্থানীয় কৃষকরা জানান, এ উপজেলার কীর্ত্তনখোলা বাঁধটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এছাড়া লেপশিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ চুনাই বাঁধে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে ফসল রক্ষার চেষ্টা শুরু করেছে এলাকাবাসী। অন্যদিকে একই উপজেলার নাইওরীর খাল ও বাতানের খালের স্লুইজগেটের নীচ দিয়ে ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে।
×