ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে হতদরিদ্র নারীর ঘর ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ২১:১১, ৩১ মার্চ ২০১৭

আমতলীতে হতদরিদ্র নারীর ঘর ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের হতদরিদ্র মনোয়ারা বেগমের নির্মাণাধীন বসত ঘর আজ শুক্রবার সকালে ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা প্রতিবন্ধী ও মহিলাসহ ১২ জনকে পিটিয়ে আহত হয়েছে। গুরুতর আহত ৭ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের খাস জমিতে মনোয়ারা বেগম বসত ঘর নির্মাণ করছিল। আজ সকাল ৯ টার দিকে একই গ্রামের রাজু খাঁন, নসু, শহীদুল, জয়নুদ্দিন, খালেক খাঁন ও আখতার হোসেনসহ ২৫/৩০ জন সন্ত্রাসী মনোয়ারা বেগমের নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলে। এ সময় মনোয়ারা বেগমসহ পরিবারের লোকজন বাধাঁ দিলে সন্ত্রাসীরা তাদের বেধরক পিটিয়ে আহত করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শহিদ উল্লাহ মুঠোফোনে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
×