ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেখা, শচীনের পদত্যাগের দাবিতে সংসদে সরব একাংশ!

প্রকাশিত: ১৯:৫৫, ৩১ মার্চ ২০১৭

রেখা, শচীনের পদত্যাগের দাবিতে সংসদে সরব একাংশ!

অনলাইন ডেস্ক ॥ সংসদে গরহাজির থাকা নিয়ে শচীন এবং রেখা ফের কড়া সমালোচনার মুখে৷ সমাজবাদী পার্টি নেতা এবং সাংসদ নরেশ আগরওয়াল এবার তাদের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সরব হয়েছেন৷ তিনি বলেছেন, একজন সাংসদের দায়িত্ব অনেক, তারা যদি তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে তাদের পদ থেকে সরে যাওয়া উচিৎ৷ এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সংসদে গত পাঁচ বছরে এই দুই তারকার উপস্থিতির হার যথাক্রমে প্রায় আট শতাংশ এবং পাঁচ শতাংশ৷ এমনকি রাজ্যসভার কোনও বিতর্ক বা আলোচনায় এই পাঁচ বছরে দেখা পাওয়া যায়নি অভিনেত্রীর৷ ২০১২-এর এপ্রিলে শ্চীন আইটি-র কমিটির সদস্য হন, অন্যদিকে রেখা ‘ফুড অ্যান্ড সিভিল সাপ্লায়েস’-এর সদস্য হন৷ গত পাঁচ বছরে শচীন ২২টি প্রশ্নের উত্থাপন করেছেন৷ একটি সংবাদ সূত্র থেকে বলা যায়, সংবিধানের ১০৪নম্বর আর্টিকল অনুযায়ী, সংসদের কোনও কক্ষ থেকে থেকে কোনও সদস্য ৬০দিন গরহাজির থাকলে তাঁর স্থানটি খালি বলে বিবেচিত হবে৷ তারকাদের এই গরহাজির থাকা নিয়ে এই প্রথম প্রশ্ন উঠছে এমনটা নয়৷ গত বছর ডেরেক ও’ব্রায়েন, গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয়ের আলোচনায় রাজ্যসভার হেভিওয়েট সদস্যদে গরহাজির থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ জানা গেছে, অতিথি পাওয়া যায় রেখাকে, তবে শচীন সেই অধরাই রয়ে গেছেন৷ ‌
×