ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৭লক্ষ টাকা দুই তরমুজের মূল্য!

প্রকাশিত: ১৯:৪৫, ৩১ মার্চ ২০১৭

১৭লক্ষ টাকা দুই তরমুজের মূল্য!

অনলাইন ডেস্ক ॥ ফল বিক্রি করেও লাখোপতি হওয়া সম্ভব। পাগলের প্রলাপ মনে করলেও কিন্তু এমনটাই ঘটেছে জাপানে৷ জাপানে এমনই এক তরমুজ কেনার জন্য সকলে এতটাই মরিয়া যে এই তরমুজ বিক্রি করে যে টাকা উঠে আসছে, যা দিয়ে নাকি একটি গাড়ি কিনে ফেলা যায়৷ জানা গেছে দুটি তরমুজের মূল্য নাকি প্রায় ১৭লক্ষ ৪১হাজার টাকা পর্যন্ত উঠেছে৷ এই বিশেষ প্রজাতির তরমুজের নাম ইউবারি কিং৷ এর উৎপাদনস্থল জাপানের ইউবারি নামক স্থান৷ জানা গেছে, সম্প্রতি দুটি তরমুজ প্রায় ১৭লক্ষ টাকায় বিক্রি করা হয়৷ অর্থাৎ একটি তরমুজ বিক্রি করতে পারলেই আপনার ব্যাংক ব্যালান্স নিমেষে রাতারাতি করে বেড়ে যাবে৷ এই বিশেষ প্রজাতির তরমুজ কিনতে গেলে পৌঁছে যেতে হবে জাপানের হোয়োগো প্রান্তের সুপার মার্কেটে৷ কারণ হিসেবে বলা হয়, এই তরমুজ এতটাই মিষ্টি যে তা কেনার জন্য এমনই মরিয়া হয়ে ওঠে তরমুজপ্রেমীরা৷ আর তাই তার মূল্য হয় আকাশছোঁয়া৷
×