ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাথুরুসিংহে মুস্তাফিজের উপর আস্থা রাখছেন

প্রকাশিত: ১৯:৩৬, ৩১ মার্চ ২০১৭

হাথুরুসিংহে মুস্তাফিজের উপর আস্থা রাখছেন

অনলাইন ডেস্ক ॥ ইনজুরি থেকে ফিরে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললেও চেনা ছন্দে নেই মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরে বেশ খরুচে বল করছেন বাঁ-হাতি এই পেসার। চলতি শ্রীলঙ্কা সিরিজে তো আরো বেশি ব্যয়বহুল তিনি। দেখা যাচ্ছে না ব্যাটসম্যানদের বোকা বানানো সেই কাটার, নেই বিপজ্জনক স্লোয়ারও। তাই বারবারই প্রশ্ন উঠছে, মুস্তাফিজ কি তবে হারিয়ে যাচ্ছেন? উত্তর দিতে এগিয়ে আসলেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। জানিয়ে দিলেন তার কোন সমস্যা নেই মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। বৃহস্পতিবার অনুশীলন পরবর্তী সংবাদ কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে বলেন, 'দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেনি কারণ উইকেটে বল গ্রিপ করছিল না। উইকেটগুলো ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ছোট ছোট জিনিসগুলো ওর বিপক্ষে গেছে। কিন্তু সে প্রথম ম্যাচে ৩ উইকেট পেয়েছে। আমার ওকে নিয়ে কোনো সমস্যা নেই। ' অনভিজ্ঞ অবস্থায় কম বয়সেই অনেক বড় দায়িত্ব কাঁধে নেওয়া মুস্তাফিজের ব্যাপারে কোচ আরও বলেন, 'সদ্যই চোট কাটিয়ে এসেছে সে। সেটাও ওর কাঁধে ছিল, ওই হাতেই সে বোলিং করে। টেস্টেও খুব ভালো করেছে। তবে ওয়ানডেতে ওর ভূমিকা ভিন্ন ছিল। সে নতুন বল হাতে নেয়নি। আমরা ওকে নিয়ে সন্তুষ্ট। ' তবে নিজের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে মোটেও খুশি নন এই কাটার মাস্টার। ভারতীয় ম্যাগাজিন স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখনও চেষ্টা করছি নিজের আগের বোলিংটা ফিরে পেতে। নিজের পারফরম্যান্সে আমি খুশি নই। আয়ারল্যান্ড সফরের আগে আমাকে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে হবে।
×