ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ায় থেকে দেশে ফিরেছেন ৯ মালয়েশিয়

প্রকাশিত: ১৯:১০, ৩১ মার্চ ২০১৭

উত্তর কোরিয়ায় থেকে দেশে ফিরেছেন ৯ মালয়েশিয়

অনলাইন ডেস্ক ॥ কিম জং ন্যাম হত্যাকাণ্ড নিয়ে দু’দেশের কূটনৈতিক উত্তেজনা শিথিল হওয়ায় উত্তর কোরিয়ায় আটকে থাকা মালয়েশিয়ানরা দেশে ফেরা শুরু করেছেন। ইতোমধ্যে ৯ জন মালয়েশিয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। এরে আগে গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই ন্যামকে বিষাক্ত রাসায়নিক ভিএক্স প্রয়োগ করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে কিম জং উনের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের জের ধরে মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় দেশই সেখানে অবস্থানরত একে অপরের নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে। এদিকে ন্যামের মৃতদেহ হস্তান্তরসহ উত্তর কোরিয়ানদের দেশত্যাগের অনুমতি দেয়া হবে বলে ঘোষণা করে মালয়েশিয়া। উত্তর কোরিয়ায় আটকে থাকা ৯ মালয়েশিয়র বিষয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে দর কষাকষির পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। তিনি বলেন, তাদের মুক্তির ব্যবস্থা করতে আমাদের অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। মালয়েশিয়া কখনো সরাসরি নামের হত্যাকাণ্ডের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেনি। মালয়েশিয় তদন্তকারীরা দাবি করেন, নাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজন মালয়েশিয় উত্তর কোরিয়া দূতাবাসে লুকিয়ে আছে। এটা জানা যায়নি ‘পলাতক’ এসব উত্তর কোরিয়কেও দেশত্যাগের অনুমতি দেয়া হয়েছে কী না। শুক্রবার সকালে উত্তর কোরিয়া ফেরত মালয়েশিয়দের সঙ্গে বিমানবন্দরে দেখা করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেন, ‘এ ধরণের জটিল পরিস্থিতিতে দূরদর্শী কূটনৈতিক আচরণের কোন বিকল্প নেই এবং মালয়েশিয়া এর জন্য সম্ভাব্য ভালো কাজটিই করেছে।’ বিবিসি।
×