ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোটবাড়ীতে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ১৭:৫০, ৩১ মার্চ ২০১৭

কোটবাড়ীতে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক ॥ কুমিল্লা শহরের কোটবাড়ির গন্ধমতি দক্ষিণ বাগমারা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। তিন তলা ওই বাড়িতে এক বা একাধিক জঙ্গি অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক রয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। কুমিল্লা পুলিশ, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাব সদস্যরা বুধবার দুপুর থেকে ওই বাড়ি ঘিরে রেখেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। সকাল থেকেই পুরো এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোটবাড়ি থেকে বার্ড পর্যন্ত সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। পুলিশের কুমিল্লা রেঞ্জের ডিআইজি সফিকুর রহমানও সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ সুপার আবিদ হোসেন জানিয়েছেন, অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন তারা। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের আগের দিন বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই এই জঙ্গি আস্তানার খবর আসে। ওই সময় মৌলভীবাজারেও দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছিল পুলিশ। যার একটিতে বৃহস্পতিবার বিকালে অভিযান শেষ করে সোয়াট সদস্যরা। মৌলভীবাজারের নাসিরপুরের ওই বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত সাত থেকে আটজনের ছিন্নভিন্ন লাশ পাওয়ার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। শুক্রবার সকালে পৌর শহরের অন্য জঙ্গি আস্তানাতেও সোয়াটের অভিযান শুরু হয়েছে।
×