ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উপকূলীয় এলাকায় সকল মুজিবকেল্লা সংস্কার ও নতুন নির্মাণ করা হবে

প্রকাশিত: ০৮:৪১, ৩১ মার্চ ২০১৭

উপকূলীয় এলাকায় সকল মুজিবকেল্লা সংস্কার ও নতুন নির্মাণ করা হবে

বিশেষ প্রতিনিধি ॥ উপকূলীয় এলাকায় পুরাতন সকল মুজিবকেল্লা সংস্কার ও নতুন মুজিবকেল্লা নির্মাণ হবে। বিভিন্ন জেলায় ২৩৫ পুরাতন মুজিবকেল্লার সন্ধান পাওয়া গেছে। কেল্লাগুলো বঙ্গবন্ধুর শাসনামলে সাইক্লোন থেকে উপকূলীয় লোকদের রক্ষার জন্য নির্মাণ করা হয়েছে। সে সময় এগুলো উঁচু ভিটা হিসেবে তৈরি করা হয়। দুর্যোগ মোকাবেলায় টেকসই অবকাঠামো হিসেবে এসব স্থানে মানুষের আশ্রয়কেন্দ্রের পাশাপাশি পশু-পাখির জন্য উন্নতমানের শেড নির্মাণ করা হবে। বিশুদ্ধ পানির জন্য পুকুর, সোলার প্যানেল, প্রতিবন্ধীদের জন্য আলাদা জায়গা ও র‌্যাম্পসহ আধুনিকমানের করা হবে কেল্লাগুলোকে। বৃহস্পতিবার সচিবালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে এ সংক্রান্ত উপস্থাপনা পেশ করা হয়। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, বুয়েটের অধ্যাপক এমএ আনসারী, ঢাবি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মাহবুবা নাসরীনসহ সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, এলজিইডি, ইইডি, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থাপত্য অধিদফতর, বিভিন্ন এনজিও ও আইএনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এসব কেল্লা দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবে এবং স্বাভাবিক সময়ে স্থানীয় কমিউনিটি সেন্টার, হাট-বাজার, খেলার মাঠ, সামাজিক সমাবেশ ইত্যাদি হিসেবে ব্যবহৃত হবে। বিল্ডিং কোড মেনে দৃষ্টিনন্দন করে এসব ভবন নির্মাণ করা হবে। আয়তনের ভিত্তিতে ক, খ, গ- এই তিন ক্যাটাগরিতে মুজিবকেল্লাগুলো নির্মাণ করা হবে।
×