ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সুষ্ঠু ভোটে বিশ্বাসী ॥ হানিফ

প্রকাশিত: ০৮:২৬, ৩১ মার্চ ২০১৭

প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সুষ্ঠু ভোটে বিশ্বাসী ॥ হানিফ

বিডিনিউজ ॥ কুমিল্লা সিটি কর্পোরেশনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচন প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির নেতা মাহবুব-উল আলম হানিফ। কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর বিএনপির অংশগ্রহণে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হলো কুমিল্লায়। বৃহস্পতিবার ভোট শেষে সন্ধ্যায় ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ। ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে’ বলে বিএনপির অভিযোগ নাকচ করে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কোন তথ্য উপাত্ত ছাড়াই বলা হয়েছে, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে সব সময় একটা নেতিবাচক চিন্তা কাজ করে। তাদের লক্ষ্য হলো- নির্বাচনে পরাজয় হলে যেন কথা তুলতে পারেন। এই নির্বাচন পরিচালনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হয়েছে মন্তব্য করে হানিফ বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর। এই উৎসবমুখর ভোটগ্রহণের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে, আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে।
×