ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় ৩ দিনের ট্রাভেল মার্ট শুরু

প্রকাশিত: ০৮:১৮, ৩১ মার্চ ২০১৭

ঢাকায় ৩ দিনের ট্রাভেল মার্ট শুরু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট’। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মেনন বলেন, হলি আর্টিজানে জঙ্গী হামলার পর দেশের পর্যটন খাত মুখ থুবড়ে পড়েছিল। এ সঙ্কট কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছি। আমাদের অভ্যন্তরীণ পর্যটক বেড়েছে, বিদেশী পর্যটকের সংখ্যাও বাড়েছে। আয়োজকরা জানিয়েছেন, ১৪তম ঢাকা ট্রাভেল মার্টে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্টসহ ৫০-এর বেশি সংস্থা অংশগ্রহণ করছে। আগামীকাল শনিবার পর্যন্ত সোনারগাঁও হোটেলের বলরুমে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। মোলার কনভয় সার্ভিস নামের এই প্রতিষ্ঠান জানায়, তারা ভ্রমণযাত্রীদের দেশব্যাপী সুলভ ও নিশ্চিত নিরাপত্তায় চব্বিশ ঘণ্টা পরিবহন সুবিধা দেবে। যাত্রীর সুবিধার্থে সারাক্ষণ অগ্রিম বুকিং নেয়ারও সুিবধা রয়েছে। অনলাইনেও বিদেশ থেকে ট্রান্সপোর্ট বুকিংয়ের সুবিধা রয়েছে। মেলায় বিমানের সঙ্গে ট্রাভেল শপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান যৌথভাবে হলিডে উইং চালু করায় ব্যাপক সাড়া মিলেছে। বিশেষ করে ঢাকা-দিল্লী রুটে মনোপলি ভাড়ার দরুন বিমান কমপক্ষে দশ হাজার টাকা কমে বিশেষ ব্যব্স্থায় অন্য এয়ারলাইন্সে পর্যটক পাঠানোর ব্যবস্থা করায় এখানে অগ্রিম বুকিং বাড়ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী মোঃ নাসির উদ্দিন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ।
×