ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুমোদনহীন মশার কয়েল ফ্যাক্টরিকে জরিমানা

প্রকাশিত: ০৮:১৬, ৩১ মার্চ ২০১৭

অনুমোদনহীন মশার কয়েল ফ্যাক্টরিকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বিএসটিআইয়ের ভেজালবিরোধী বিশেষ অভিযানে অনুমোদনহীন মশার কয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমার নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় এ অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে মশার কয়েল পণ্য উৎপাদন এবং সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করায় এবং গুণগতমানহীন কয়েল বিক্রয় করার অভিযোগে উত্তরা ফুড এ্যান্ড কেমিক্যাল প্রোডাক্টসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ব্যবস্থাপক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রায় ৫ লক্ষাধিক টাকার মশার কয়েল এবং ২ লক্ষাধিক টাকার কয়েল উৎপাদনের কেমিক্যাল ধ্বংস করা হয়েছে বলে বিএসটিআই জানিয়েছে।
×