ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দাদার মৃত্যুবার্ষিকীর মিলাদে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫১, ৩১ মার্চ ২০১৭

দাদার মৃত্যুবার্ষিকীর মিলাদে অংশ নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ধানম-ির বঙ্গবন্ধু ভবনে বৃহস্পতিবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। খবর বাসস’র। মিলাদ মাহফিলে শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নৃশংস হত্যাকা-ের অন্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের অপর সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে শেখ হেলালউদ্দিন এমপি, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি মেজর জেনারেল হাফিজউদ্দিন মল্লিক, শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
×