ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছেলেরা ফ্যাশনে যা রাখবেন

প্রকাশিত: ০৬:২৮, ৩১ মার্চ ২০১৭

ছেলেরা ফ্যাশনে যা রাখবেন

ফ্যাশন আর পোশাক নিয়ে শুধু মেয়েরাই সচেতন থাকবে এমন ভাবনা কখনই ভাবা যাবে না। অনেকে মেয়েদের ফ্যাশন আর কেনাকাটা নিয়ে মন্তব্য করেন। তবে ছেলেদের ব্যাপারে উদাস আর কোন মাতামাতি নেই। একটা সময় অনেকে ছেলেদের ফ্যাশন কিংবা পোশাক নিয়ে নীরব থাকতেন। গতানুগতিক জিন্স কিংবা ফরমাল পোশাক সর্বদা ব্যবহার করবে এটাই স্বাভাবিক। কিন্তু না বিশ্বজুড়ে ছেলেরা ব্যাপক ফ্যাশন সচেতন। আর ইদানীং দেখা যাচ্ছে, ছেলেদের পছন্দ-অপছন্দকেও সমান গুরুত্ব দিচ্ছেন ফ্যাশন স্টাইল গবেষকরা। ছেলেদের সংগ্রহে কি কি পোশাক থাকা আবশ্যক, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কয়েক ফ্যাশন ডিজাইনারদের। তারা বলেছেন, প্রত্যেক ছেলের আলমারিতে একটি কালো ও একটি নীল রঙের ব্লেজার থাকা চাই। এই দুটি রং ডেনিম, খাকি ট্রাউজারের সঙ্গে বেশ ভালভাবেই মানিয়ে যায়। অফিস কিংবা পার্টি, কালো-নীল ব্লেজার সব জায়গায় মানানসই। আপনার সংগ্রহে অফ হোয়াইট রঙের ব্লেজারও রাখতে পারেন। টি-শার্ট, জিন্সের সঙ্গে কম্বিনেশনটা দারুণ হবে। ছেলেদের সংগ্রহে থাকা চাই এক জোড়া ডেনিম সু। কালো বা নীল, যেটা পরলে ভাল মানাবে, সেটিই রাখুন সংগ্রহে। ফতুয়া, টি-শার্ট, শার্টের সঙ্গে জিন্সকে টিমআপ করে পরতে পারেন। ফতুয়া বা খাদির পাঞ্জাবির সঙ্গে জিন্সের একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট আছে। সে কারণে কালো, খয়েরি, লাল, সবুজ বা গাঢ় নীল রঙের ফতুয়া বা পাঞ্জাবির একটা কালেকশনও আপনার রাখা উচিত। আড্ডা, উৎসব বেড়ানোর জন্য ফতুয়া বা টি-শার্ট, জিন্সে সাজান নিজেকে। সাদা রঙের একটা ফুলহাতা শার্ট না হলে চলেই না ছেলেদের। নীল জিন্স আর সাদা শার্টে হয়ে উঠুন সবার চেয়ে আলাদা ও আকর্ষণীয়। ফ্যাশন ডেস্ক
×