ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্যাশনে কর্পোরেট লুক

প্রকাশিত: ০৬:২৮, ৩১ মার্চ ২০১৭

ফ্যাশনে কর্পোরেট লুক

মানুষের ব্যক্তিত্ব ও রুচি যাই বলুন না কেন, তা প্রকাশ পায় পোশাকের মাধ্যমে। তাই অফিসিয়াল পোশাকের ব্যাপারে থাকতে হবে সচেতন। অফিসে কেমন পোশাক নির্বাচন করবেন, এ সিদ্ধান্ত নিতে অবশ্যই অফিসের ধরন অর্থাৎ আপনার অফিসটি ঘরোয়া, নাকি কর্পোরেটÑ তা বিবেচনায় রাখুন। ইন্স্যুরেন্স, বেসরকারী ব্যাংক, টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফরমাল পোশাক পরা প্রায় বাধ্যতামূলক। অনেক অফিসে আবার নির্দিষ্ট ড্রেস কোড দেয়া থাকে। যেখানে নির্দিষ্ট ড্রেস কোড দেয়া থাকে না, সেখানেও ফরমাল অফিসিয়াল লুক মেনে চলার চেষ্টা করুন। এ ক্ষেত্রে আবহাওয়ার ব্যাপারটিও মাথায় রাখতে হবে। অফিসে বা করপোরেট লুকে সব ধরনের পোশাক মানানসই নয়। আপনি যদি ক্যাজুয়াল কোন পোশাক পরেন, তা হলেও একটা অফিসিয়াল ভাব থাকা চাই। তবে কর্পোরেট অফিসে ফরমাল পোশাক, মার্জিত অনুষঙ্গই বেছে নেয়া উচিত। ফরমাল শার্টের কদর সব সময় প্রায় একই রকম থাকে। তবে ফরমাল শার্ট মানেই সাদাসিধে কাপড়ের ঢিলেঢালা শার্টÑ এমন প্রচলন এখন আর নেই। কারণ এখন ফরমাল শার্টও হচ্ছে কালারফুল। অনেকেই আবার ফরমাল চেক শার্টও বেছে নিচ্ছেন অফিসের জন্য। কর্পোরেট অফিসে এখন কালারফুল পোশাক পরা হলেও খুব বেশি শকিং কালার পরা উচিত নয়। একটু লাইট কালারগুলো বেছে নিন। কিছু ফুলহাতা শার্টের কলার ও হাতায় এখন বিপরীত বা হাল্কা বিপরীত রঙের কাপড় ব্যবহার করা হচ্ছে। তা ফরমাল শার্টে দিয়েছে নতুন রূপ। ফরমাল শার্টের সেলাই ও ডিজাইনও এখন অনেক আধুনিক, রুচিসম্মত। কর্মস্থলে ফরমাল লুকে থাকাটা খুব জরুরী। ফরমাল পোশাক নির্বাচনে আবহাওয়ার বিষয়টি মাথায় রাখুন। এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু কিছুটা ডিপ কালারের শার্টগুলো মানানসই হবে। ঢিলেঢালা পোশাকের বদলে বর্তমানে সেমিফিটিং শার্ট ও সেমিন্যারো প্যান্ট বেশ চলছে। আর চেক বা স্ট্রাইপ শার্টের চেয়ে এক কালারের শার্টগুলোই বেশি ট্রেন্ডি। বর্ষাকাল হলেও এখন বেশ গরম। এ সময় কটন বা সুতি লিনেনের কাপড়ে বেশ আরাম পাবেন। রঙের ক্ষেত্রে সাদা, কালো, নীল, আকাশী, এ্যাশ কালার বেশি চলছে। প্যান্টের ক্ষেত্রে বেছে নিতে পারেন লিনেন বা গ্যাবার্ডিন কাপড়। এক জোড়া কাফলিংস ফরমাল লুকটা আরও আকর্ষণীয় করে তোলে। বেশি নয়, মাত্র দুই-তিন জোড়া কাফলিংস রাখতে পারেন অফিসের ড্রয়ারে। কোন ফরমাল মিটিং বা অনুষ্ঠানে ফরমাল লুক নিতে বেশ কাজে দেবে। ফরমাল লুকের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে টাই। শার্টের রং মিলিয়ে মানানসই গড়নের টাই আপনাকে করে তুলবে স্টাইলিশ। ভালো একটি টাইয়ের কালেকশন রাখতে পারেন নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে। কর্পোরেট যুগে আজকাল মাঝে মধ্যেই বিভিন্ন অফিস পার্টিতে অংশ নিতে হয়। এসব ক্ষেত্রে বেছে নিতে পারেন কোট। তবে কোটের ক্ষেত্রে চলতি ট্রেন্ড ও মানানসই ফিটিং বেছে নেয়াটা খুব জরুরী। তা না হলে আপনার স্মার্টনেস নষ্ট হবে। ফরমাল গেটআপে জুতার বিকল্প নেই। জুতা নির্বাচনের সময় লক্ষ্য রাখুন, এর প্যাটার্ন যেন অবশ্যই আধুনিক হয়। বর্তমানে ফিতাওয়ালা জুতার চল একেবারেই নেই। রাজত্ব এখন ইজি জুতার। আর উঁচু হিলের বদলে এখন ফ্যাশন ট্রেন্ডে কিছুটা কম উঁচু জুতাই চলছে। কর্পোরেট ড্রেস কোডের সঙ্গে বেছে নিতে পারেন হ্যান্ডসাম রোলার ব্যাগ। এগুলো যেমন দীর্ঘ সফরের জন্য নানা জিনিস দিয়ে বোঝাই করা যায়, তেমনি হাল্কাও হয়। আপনার গায়ের ঘামের দুর্গন্ধে পাশের লোকটি বিরক্ত বোধ করতে পারেন। তাই হাল্কা সুগন্ধি ব্যবহার করুন। খেয়াল রাখুন, সুগন্ধির গন্ধটা যেন খুব বেশি কড়া না হয়। এটিও অন্যের বিরক্তির কারণ হতে পারে। পোশাকের পাশাপাশি বিভিন্ন অনুষঙ্গও ব্যবহার করা যেতে পারে অফিসিয়াল গেটআপে। ছেলেদের ফ্যাশন অনুষঙ্গগুলোর মধ্যে ঘড়ি অন্যতম। দামি ফ্যাশনেবল কোট-টাইয়ের সঙ্গে ব্র্যান্ডের ঘড়ি পরা যেতে পারে। লেদার-স্ট্যাপের ঘড়ি এখন মানানসই। বর্তমানে বড় ডায়ালের ঘড়ি চলছে।
×