ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিচারকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর প্রতারণার অভিযোগ

প্রকাশিত: ০৬:২৬, ৩১ মার্চ ২০১৭

বিচারকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ হারুন অর রশিদ নামে সাতক্ষীরার এক সহকারী জজের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন তার দ্বিতীয় স্ত্রী পরিচয়দানকারী জবা খাতুন নামে এক নারী। তবে ওই নারীর অভিযোগ সংক্রান্ত বিষয়ে বারবার যোগাযোগ করেও বিচারকের বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জবা বিচারক হারুন অর রশিদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। সহকারী জজ হারুন অর রশিদ খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে। তিনি সাতক্ষীরায় কর্মরত। লিখিত বক্তব্যে যশোরের কেশবপুর উপজেলার বুড়ুলিয়া এলাকার মিজানুর রহমানের মেয়ে জবা খাতুন বলেন, ‘প্রায় দুই মাস আগে হারুন অর রশিদ ঘটক পাঠিয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমরা গরিব বিধায় সে প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়। পরে নানা অনুনয়-বিনয় করে আমাদের রাজি করান তারা। এরপর দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি খুলনার রয়েল হোটেলে এক লাখ টাকা দেনমোহরে আমাদের বিয়ে হয়।’ তিনি বলেন, ‘বিয়ের পর থেকে আমরা সাতক্ষীরার একটি ভাড়া বাসায় থাকতাম। কিন্তু তাকে (হারুন অর রশিদ) প্রায়ই অস্থির দেখাত এবং মোবাইল ফোনে কারও সঙ্গে ঝগড়া করতেন। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলতেন, ‘অফিসিয়াল বিষয়, বুঝবা না।’ জবা খাতুন দাবি করেন, ‘কিছুদিন পর আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন হারুন। এরপর মোবাইল ফোনে জানান, তিনি খুব সমস্যায় রয়েছেন, তাকে পাঁচ লাখ টাকা দেয়া লাগবে।’ তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। এত টাকা কোথায় পাব? সে কারণে বাবা-মা খুবই চিন্তায় পড়েন। ওই সময় হঠাৎ সাতক্ষীরার কলারোয়া এলাকার কামরুল হোসেন নামে এক ব্যক্তি আমাদের বাসায় আসেন। নড়াইলে সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক, আহত ৪ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩০ মার্চ ॥ কালিয়ার হাঁড়িডাঙ্গায় ঘোড়দৌড়ের মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা মুন্না শেখ (৩৮) নিহত হয়েছেন। এ সময় দুই শিশুসহ চারজন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাঁড়িডাঙ্গায় বৃহস্পতিবার বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় গ্যাসের বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজে প্রেরণ করে।
×