ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুকনগর গণহত্যা স্মরণে ১৪ দলের সমাবেশ আজ

প্রকাশিত: ০৬:২৬, ৩১ মার্চ ২০১৭

চুকনগর গণহত্যা স্মরণে ১৪ দলের সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ চুকনগর গণহত্যা স্মরণে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গণহত্যা স্মৃতিস্তম্ভ চত্বরে বিকেল ৩টায় এক সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি, সাম্যবাদী দলের সভাপতি সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেনসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে স্থানীয় ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে চুকনগর গণহত্যা স্মরণ সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার রাতে স্থানীয় ১৪ দলের এক প্রস্তুতি সভা খুলনার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৪ দল খুলনার সমন্বয়কারী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপির সভাপতিত্বে সভায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশিদ, জাসদ নেতা ও ১৪ দল খুলনার সদস্য সচিব খালিদ হোসেন, ন্যাপ নেতা ফজলুর রহমান, জাসদ নেতা রফিকুল হক খোকন, সাম্যবাদী দলের নেতা এফএম ইকবাল, জেপি নেতা শফিকুল হামিদ চন্দন, ওয়ার্কার্স পার্টির দেলোয়ার উদ্দিন দিলু, জাকের পার্টির গোলাম নবী মাসুম, গণতন্ত্রী পার্টির সোলেমান হাওলাদারসহ ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে ॥ চবি ভিসি চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘তরুণ-মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতিতে পারদর্শী মানবিক গুণাবলীসম্পন্ন পরিশীলিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জঙ্গী সন্ত্রাস প্রতিহত, প্রতিরোধ করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীন সাতটি বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ।
×