ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ড আওয়ামী লীগের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত: ০৬:০৯, ৩১ মার্চ ২০১৭

আয়ারল্যান্ড আওয়ামী লীগের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আয়ারল্যান্ড থেকে ॥ গত ২৬ মার্চ রবিবার গলওয়ের টিউম শহরের একটি স্থানীয় হোটেলে আয়ারল্যান্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে আগত একাধিক নেতার সমন্বয়ে যথাযথ মর্যাদার সঙ্গে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন গলওয়েবাসী বুলবুল আহমেদ। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি কিবরিয়া হায়দার। প্রধান অতিথির আসন অলঙ্করণ করেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান এবং আয়ারল্যান্ড আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আমিন শাকিল। এছাড়া আরও উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সংগ্রামী ছাত্রলীগ সভাপতি রাজিবুল হক গালিব, আয়ারল্যান্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ আর নয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়ারল্যান্ড শাখার সম্মানিত আহ্বায়ক মাহিম রিজভী এবং যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন, আয়ারল্যান্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা স্বপ্না নাজিরসহ আরও উপস্থিত ছিলেন এম এ কাশেম, জসিম উদ্দিন, মোহাম্মদ সাগরসহ আয়ারল্যান্ড আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি কিবরিয়া হায়দার তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। তিনি আরও বলেন, মেজর জিয়া কখনও স্বাধীনতার ঘোষক হতে পারে না কারণ মেজর জিয়ার সেই ঘোষণাটা ছিল বঙ্গবন্ধুর দেয়া একটি নির্দেশ মাত্র। ইউরোপ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এম এ গনি সাহেব টেলিকন্ফারেন্স আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি বিশেষ বক্তব্য প্রদান করেন। এছাড়াও অন্য নেতৃবৃন্দের সবাই বর্তমান বিএনপি দলের নিন্দা করে বলেন বিএনপি ক্ষমতা নেবার জন্য দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সকল নেতার একটাই দাবি ছিল বেগম জিয়া আপনাকে এই জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের জনগণ আপনাদের কখনও মাফ করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আজীবন দেশ ও জনতার জন্য কাজ করে গেছে এবং ভবিষ্যতে করে যাবে।
×