ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সেনাবাহিনীর আধিপত্য

প্রকাশিত: ০৬:০২, ৩১ মার্চ ২০১৭

বাংলাদেশ সেনাবাহিনীর আধিপত্য

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়দিনে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী । দ্বিতীয়দিনে ছয়টি ইভেন্টের মধ্যে তিনটিতেই স্বর্ণ জেতে তারা। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ৪০ কেজি ওজন শ্রেণীর মহিলা বিভাগে দিনাজপুরের হামিদ শাহ পারভীন স্বর্ণ, বাংলাদেশ জেলের লিজা রৌপ্য এবং চাঁপাইনবাবগঞ্জের মমিরুন খাতুন তাম্র, ৪৪ কেজিতে সেনাবাহিনীর স্মৃতি আক্তার স্বর্ণ, একই দলের শান্তা ইসলাম রৌপ্য এবং চাঁপাইনবাবগঞ্জের সালমা খাতুন তাম্র; ৫০ কেজিতে পুরুষ বিভাগে নড়াইলের আশিকুর রহমান স্বর্ণ, একই জেলার নাঈম খান রৌপ্য, বিজিবির আব্দুল্লাহ আল মামুন তাম্র, ৬৯ কেজিতে সেনাবাহিনীর শিমুল কান্তি স্বর্ণ, আনসারের বাকি বিল্লাহ রৌপ্য, বাংলাদেশ জেলের ফয়োজর আলী তাম্র; ৭৭ কেজিতে সেনাবাহিনীর হামিদুল ইসলাম স্বর্ণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আব্দুর রাজ্জাক রৌপ্য, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আপন তাম্র; ৮৫ কেজিতে আনসারের শাফায়ত হোসেন প্রান্ত স্বর্ণ, সেনাবাহিনীর মনোরঞ্জন রায় রৌপ্য, বাংলাদেশ জেলের রাজিবুর রহমান তাম্রপদক জেতেন। স্বাধীনতা দিবস কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় মধুমতি জোনে ঢাকা নারায়ণগঞ্জকে, রাজবাড়ী ফরিদপুরকে, গোপালগঞ্জ মুন্সীগঞ্জকে, মাগুরা শরীয়তপুরকে; কির্তনখোলা জোনে বরিশাল মাদারীপুরকে, ভোলা পটুয়াখালীকে, বাগেরহাট ঝালকাঠিকে, হারায়।
×