ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ওপেন গলফে সিদ্দিকুর শীর্ষে

প্রকাশিত: ০৬:০১, ৩১ মার্চ ২০১৭

চট্টগ্রাম ওপেন গলফে সিদ্দিকুর শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামে চলছে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ওপেন’ গলফ আসর। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে তিনি পূর্ণ আধিপত্য বিস্তার করে এককভাবে শীর্ষ অবস্থানে আছেন। পারের চেয়ে তিনি এদিন ৬ শট কম খেলে এ কৃতিত্ব দেখান। ভারতের শামীম খান, সঞ্জীব কুমার, খালিন জোশি এবং হরেন্দ্র গুপ্তা ও শ্রীলঙ্কার অনুরা রোহানা মিলিতভাবে আছেন দ্বিতীয় স্থানে। আগেরদিনে বোর্ডে বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর ছিলেন তৃতীয় স্থানে। বৃহস্পতিবার স্বীয় নৈপুণ্যে প্রজ্বলিত হয়ে তিনি সবাইকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন। ‘চট্টগ্রামে খেলাটা আমি দারুণভাবে উপভোগ করছি। এখানকার গলফ কোর্স আমার খুব পছন্দের এবং এখানে খেলাটাও অনেক চ্যালেঞ্জের। আমি চেষ্টা করব পরের রাউন্ডগুলোতেও একই ছন্দে খেলে শীর্ষ অবস্থান ধরে রাখতে। এখানে স্থানীয় দর্শকদের অকুণ্ঠ সমর্থনও আমাকে ভাল খেলতে প্রেরণা জোগাচ্ছে।’ স্কুল হ্যান্ডবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘পোলার আইসক্রীম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট।’ পল্টনের শহীদ এম মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া। উদ্বোধনী খেলায় (বালিকা বিভাগে) জয় পেয়েছে বিআইএসসি কলেজ। বি এ এফ শাহীন কলেজেকে ৪-১ গোলে হারিয়ে শুভসূচনা করে তারা। এছাড়া বালক বিভাগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০-১৩ গোলে নারিন্দা সরকারী কলেজকে, স্কলাসটিকা (মিরপুর) ১৯-১০ গোলে স্কলাসটিকা উত্তরা শাখাকে, বি আই এস সি কলেজ ১৪-৫ গোলে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে, হিড ইন্টারন্যাশনাল স্কুল ৫-১ গোলে ধানম-ি টিউটোরিয়ালকে, সানিডেইল ১৪-৩ গোলে ঢাকা সরকারী মুসলিম হাইস্কুলকে; বালিকা বিভাগে ধানম-ি টিউটোরিয়াল ৭-৩ গোলে হিড ইন্টারন্যাশনাল স্কুলকে, স্কলাসটিকা উত্তরা শাখা ৮-২ গোলে মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে, শহীদ আনোয়ার গার্লস কলেজ ৬-২ গোলে সিদ্ধেশ্বরী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে, স্কলাসটিকা উত্তরা দল ১০-৮ গোলে স্কলাসটিকা মিরপুর শাখাকে, ধানম-ি টিউটোরিয়াল ৪-২ গোলে সিদ্ধেশ্বরী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে, আনোয়ারা গার্লস কলেজ ৭-১ গোলে হারায় হিড ইন্টারন্যাশনাল স্কুলকে, ভিকারুন্নেসা নূন স্কুল এ্যান্ড কলেজ ১৮-১ গোলে বি আই এস সি কলেজকে হারায়।
×