ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শোয়েনস্টেইগারের নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:০১, ৩১ মার্চ ২০১৭

শোয়েনস্টেইগারের নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার। শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। কিন্তু জোশে মরিনহো রেড ডেভিলসদের কোচ হওয়ার পর থেকেই যেন বদলে গেল সবকিছু। শেষ পর্যন্ত ওল্ডট্র্যাফোর্ড ছাড়তে বাধ্য হলেন জার্মানির বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার। নতুন করে ঠিকানা গড়লেন মেজর লীগ সকারের দল শিকাগো ফায়ারে। ৩২ বছর বয়সী জার্মানির সাবেক এই অধিনায়ক আগামী এক বছরের জন্য শিকাগো ফায়ার ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখেই বিস্ফোরণ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার করে দিয়েছেন এই প্রিয় ক্লাবে। ২০১৫ সালে বেয়ার্ন মিউনিখ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন করে ঠিকানা গড়েছিলেন শোয়েনস্টেইগার। শুরুতে কিছুটা আলোও ছড়িয়েছিলেন তিনি। কিন্তু জোশে মরিনহোর ওল্ডট্র্যাফোর্ডে আগমনের পর থেকেই যেন কপাল পুড়ে তার। সবমিলিয়ে ইউনাইটেডের জার্সিতে মাত্র ৩৫ ম্যাচ খেলেছেন তিনি। এই মৌসুমে সেই সংখ্যাটা মাত্র চার। মরিনহোর অধীনে বেশিরভাগ সময়ই সাইড বেঞ্চে বসে থেকে কাটাতে হয়েছে তাকে। যে কারণেই প্রিমিয়ার লীগ ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জার্মান ফুটবলের অন্যতম সফল এই মিডফিল্ডার। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার দুঃখ কিন্তু ঠিকই ছুঁয়ে গেছে শোয়েনস্টেইগারের হৃদয়কে। তাই তো যাওয়ার আগে তিনি বলে গেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক বন্ধুদের ছেড়ে যেতে হচ্ছে তাতে সত্যিই খুব খারাপ লাগছে।’ তবে নতুন করে চ্যালেঞ্জ নিতে সুযোগ করে দেয়ার জন্য ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটির প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে শোয়েনস্টেইগার বলেন, ‘এই চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ করে দেয়ায় আমি কৃতজ্ঞতাও প্রকাশ করছি।’ ইউনাইটেডে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেও নতুন ক্লাবের জন্য সেরাটাই ঢেলে দিতে চান তিনি। এ বিষয়ে শোয়েনস্টেইগার বলেন, ‘ক্যারিয়ারজুড়ে আমি সবসময় চেয়েছি কিছু করে দেখাতে, দলের হয়ে ইতিবাচক ভূমিকা রাখতে। শিকাগো ফায়ারের সাথে চুক্তিটাও এই কারণেই করা। নতুন ক্লাবের ভবিষ্যত লক্ষ্যের কথা শুনেছি, আশাকরি তাদের হয়ে ভাল কিছু করব।’ তবে বুধবার এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন জার্মানির সাবেক এই তারকা ফুটবলার। এএফপি’র এক ভিডিও সাংবাদিক প্রশ্ন করে বসেন শিখাগো ফায়ারের বিশ্বকাপ জয়ের প্রত্যাশার ব্যাপারে। তবে ক্লাবটির ব্যবস্থাপক নেলসন রড্রিগেজ অবশ্য বিষয়টিকে পরিষ্কার করে দেন। তিনি বলেন, ‘ক্লাব হিসেবে আমরা বিশ্বকাপের জন্য খেলি না বরং আমরা এমএলএস কাপের জন্যই খেলি।’ তবে শোয়েনস্টেইগার কূটনৈতিক উত্তর দিয়ে সেই প্রতিবেদককে লক্ষ্য করে বলেন, সবকিছুই সম্ভব।
×