ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাশিয়ার টিকেট নিশ্চিতে নেইমারদের পার্টি

প্রকাশিত: ০৬:০০, ৩১ মার্চ ২০১৭

রাশিয়ার টিকেট নিশ্চিতে নেইমারদের পার্টি

স্পোর্টস রিপোর্টার ॥ তুখোড় ফর্মে ব্রাজিল। প্রথম দল হিসেবে ইতোমধ্যে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত বুধবার প্যারাগুয়েকে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে পেলের দেশ। এরপর আনন্দে পার্টি দিয়েছেন নেইমাররা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে এমনই জানা গেছে। পার্টিতে নেইমারের সঙ্গে ছিলেন তার কয়েকজন সতীর্থ। সেলেসাও তারকা অন্তরঙ্গ মুহূর্ত ভাগাভাগি করেছেন নিজের সুন্দরী বান্ধবী ব্রুনা মারকুইনজের সঙ্গে। সাওপাওলোর একটি নাইট ক্লাবের ড্যান্স ফ্লোরে এক ফ্রেমে ধরা পড়েছেন এই জুটি। এই সময় নেইমারের পরনে একটি কালো টি শার্ট পরা ছিল। মাথায় ছিল ব্যান্ড। আর ব্রুনো হালকা মেকআপে হলুদ পোশাকে নিজেকে আবৃত করেছিলেন। ২০১৩ সালে মডেল ও অভিনেত্রী ব্রুনো ও ফুটবলার নেইমারের প্রেম পর্বের শুরু। কিন্তু এক বছর অতিক্রম না করতেই ওই সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। নেইমার বার্সিলোনায় পাড়ি জমালে দু’জনের পথ ভিন্ন হয়ে যায়। কিছুদিনের বিরতির পর এখন আবার সেই সম্পর্ক জোড়া লেগেছে। ফের দুই অঙ্গনের দুই তারকা যেন এক আত্মায় পরিণত হয়েছেন। বার্সিলোনা থেকে নেইমারকে পেতে উঠেপড়ে লেগেছে ইংলিশ ক্লাবগুলো। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেটা কখনই সম্ভব না বলে মন্তব্য করেছেন রেড ডেভিলস কোচ জোশে মরিনহো। স্পেশাল ওয়ান বলেন, নেইমারকে দলে টানার প্রসঙ্গ হাস্যকর। বার্সিলোনার মতো দল নেইমারকে হারাতে পারে না; হারাবেও না। পর্তুগীজ লৌহমানবের বিশ্বাস, ন্যুকাম্পে মেসির উত্তরসূরি হবেন নেইমার। এ প্রসঙ্গে তার মত, বার্সিলোনায় মেসির পর নেইমার গ্রেট খেলোয়াড় হবে। আমি মনে করি, নেইমারের সঙ্গে চুক্তি করা ব্যাংকের সেইফ ভাঙ্গার চেষ্টা করার মতো অসম্ভব। মরিনহো বলেন, আমি মনে করি, ম্যানইউর পর আমার একটি সহজ চাকরি দরকার। ব্রাজিল দলকে কোচিং করানোটা আরও কঠিন। অবশ্যই এটা হবে উত্তেজনাপূর্ণ। যে কোন কোচই সেরা দলের সঙ্গে কাজ করতে চান। ব্রাজিলিয়ান টিম অবশ্যই প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে সাফল্যের চূড়ায়। প্রজন্ম কোন বিষয় না। এখানে বরাবরই প্রতিভাবানদের উপস্থিতি থাকে। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, স্থানীয়রাই ব্রাজিল দলের কোচ হন। বিদেশীরা কখনই সেলেসাওদের দায়িত্বে আসতে পারেননি। এদিকে চারিদিকে যখন প্রশংসার স্রোত বইছে নেইমারকে নিয়ে তখন তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেছেন বিনিয়োগকারী সংস্থা ডিআইএস এস্পোর্টের মালিক ডেলসির সোন্ডা। তার মতে, শিশুদের জন্য উদাহরণ হওয়ার যোগ্যতা রাখেন না ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলিয়ান ক্লাব সান্টোস থেকে ৮৬.২ মিলিয়ন ইউরো মূল্যে ২০১৩ সালে নেইমারকে দলে ভেড়ায় বার্সিলোনা। কাগজে কলমে লেখা থাকলেও তার প্রকৃত ভিত্তি মূল্য কত এই নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। সান্টোসে থাকাকালীন মাত্র ১৭ বছর বয়সে ১.৫ মিলিয়ন মূল্যে নেইমারের বিভিন্ন চুক্তির ৪০ শতাংশ স্বত্ব কিনে নেয় ডিআইএস এস্পোর্ট। সেই হিসেবে বার্সার সঙ্গে চুক্তির ৪০% যাওয়ার কথা ডিআইএসের ঘরে। কিন্তু নেইমার এবং তার পরিবার হিসেব লুকিয়েছেন বলে অভিযোগ সংস্থাটির। তাদের পাশাপাশি বার্সার সঙ্গে চুক্তির সময় নেইমার এবং তার বাবা ভিত্তি মূল্যের চেয়েও বেশি অর্থ নিয়েছেন বলে অভিযোগ করে সান্টোসও। সোন্ডা বলেন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। নেইমার ও তার বাবা-মা সবাই এর সঙ্গে জড়িত। বার্সার সঙ্গে মিলে মিথ্যে চুক্তির একটা নাটক করেছে তারা। নেইমার মিথ্যের পর মিথ্যে বলেই চলেছে। সে মোটেও শিশুদের জন্য ভাল উদাহরণ নয়। তার টি-শার্টে লেখা দুর্নীতি থেকে বিরত থাকুন অথচ সে নিজে দুর্নীতিবাজ।
×