ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শনিবার শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের ফয়সালা

কলম্বোয় কঠোর অনুশীলনে মাশরাফিরা

প্রকাশিত: ০৫:৫৭, ৩১ মার্চ ২০১৭

কলম্বোয় কঠোর অনুশীলনে মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ অনুশীলনের শুরুটা সবসময়ই ফুটবল খেলা দিয়ে হয়। এরপরই বল-ব্যাট নিয়ে আসল অনুশীলন শুরু হয়ে যায়। বাংলাদেশ দল কলম্বোতেও বৃহস্পতিবার তাই করল। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নামার আগে আজও মাশরাফিবাহিনী কঠোর অনুশীলন করবেন। এরপরই নেমে যাবেন সিরিজ জেতার লক্ষ্যের ম্যাচে। তৃতীয় ওয়ানডে জিতলেই যে লক্ষ্য পূরণ হবে। তাতে করে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজেও হারানোর স্বাদ পূরণ হবে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজটি তৃতীয় ওয়ানডেতে জিতলেই বাংলাদেশ করতে পারবে। যে কাজটি এরআগে দেশে কিংবা শ্রীলঙ্কার মাটিতে করা যায়নি, সেই কাজটি বাংলাদেশ দল করতে পারবে; তা সবার ভেতরই বিশ্বাস রয়েছে। এ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি ওয়ানডে সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ। সপ্তম সিরিজ চলছে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে যেটি শনিবার শেষ হবে। আগের ৬টি ওয়ানডে সিরিজের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ তিন ম্যাচের সিরিজটি ১-১ ড্র হয়েছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। যখন বাংলাদেশ দল আবার শ্রীলঙ্কায় খেলছে, এবার সিরিজ জেতার হাতছানি বাংলাদেশের সামনে আছে। ২০১৩ সালে শ্রীলঙ্কা প্রথম ম্যাচ জিতেছিল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ বাংলাদেশ জিতে সিরিজ ড্র করে। এবার বাংলাদেশ প্রথম ম্যাচে ৯০ রানে জিতে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তৃতীয় ম্যাচটি জিতলে সিরিজ জয় হয়ে যাবে। আর যদি হারে বাংলাদেশ, তাহলে সিরিজ হবে ড্র। শ্রীলঙ্কার সিরিজ জেতার কোন সম্ভাবনা আর নেই। বাংলাদেশেরও সিরিজ হারের আর কোন সম্ভাবনা নেই। বাংলাদেশ কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে সিরিজ জয়ের ভাবনাতেই মশগুল। অন্য কিছু নিয়েই ভাবতে রাজি নন তিনি। হাতুরাসিংহেই যেমন বলেছেন, ‘আমি র‌্যাঙ্কিংয়ের হিসেব আর রেটিং পয়েন্ট নিয়ে কিছুই আপাতত ভাবছি না। এসব থেকে দূরে থাকতে চাইছি। আমার ভাবনায় শুধুই শেষ ম্যাচটিতে জয়।’ শেষ ম্যাচে জয় মানেই সিরিজ জয়। হাতুরাসিংহে আরও যোগ করেন, ‘র‌্যাঙ্কিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা দলের সকল সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনাদের (সাংবাদিক) জন্যও এটা গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। শেষ ম্যাচটি যদি আমরা জিতি, র‌্যাঙ্কিংয়ে আমরা এমনিতেই ভাল করব। তাই আগে ম্যাচ নিয়ে ভাবতে চাই।’ বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩। শেষ ম্যাচ জিতলে আরও দুই রেটিং পয়েন্ট যোগ হবে। আর হেরে গেলে কমবে ১ পয়েন্ট। এ মুহূর্তে টাইগারদের অবস্থান সাত নম্বরে। ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে পাকিস্তান। আর ৮৪ রেটিং নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ওপরে ছয় নম্বরে ৯৭ রেটিং নিয়ে আছে শ্রীলঙ্কা। তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারালেও ছয় নম্বরে উঠতে পারবে না বাংলাদেশ। তবে জিতলে র‌্যাঙ্কিং পাকা করে রাখতে পারবে। যা ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলায় দারুণ কাজে দেবে। প্রথম ওয়ানডে জেতায় ২ রেটিং বেড়েছে বাংলাদেশের। যদি দ্বিতীয় ওয়ানডেও জিততে পারত, তাহলে রেটিং আরও দুই বাড়ত। সেক্ষেত্রে তৃতীয় ওয়ানডেতে জিতলেই শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে যেত বাংলাদেশ। কিন্তু সেই কাজটি করা গেল না। বৃষ্টি দ্বিতীয় ওয়ানডে হতে দিল না। আর তাই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভেতর আফসোসও আছে। মাশরাফি বলেছেন, ‘এখন তো আফসোস হচ্ছেই। এ রকম উইকেটে এই রান কিছুই না। আমরা কলম্বোতে অনুশীলন ম্যাচে যে রকম উইকেটে খেলেছিলাম, দ্বিতীয় ওয়ানডেতে একই উইকেট ছিল। কোন পার্থক্য ছিল না। সেদিন যদি আমরা ৩৫০ রানের মতো করতে পারি, তাহলে এবারও পারতাম।’ তিনি আরও যোগ করেছেন, ‘একটা সময় তো মনে হয়েছিল ৩৩০-৩৪০-এর ঘরে যাবে রান। এরপর ওই টার্গেট পাওয়ার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। তামিম-সৌম্য তো ব্যাট-প্যাডে তৈরি ছিল। পুরো ম্যাচ হলে আমাদের জয়ের ভাল সুযোগ ছিল।’ বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় ওয়ানডে নিয়ে বলেছেন, ‘ম্যাচটি খুবই জমজমাট হতো। হার-জিত বড় কথা না, দুই দলের মধ্যে ভাল লড়াই হত বলে আমি মনে করি।’ আফসোস করে এখন আর লাভ নেই। তৃতীয় ওয়ানডেতে কিভাবে জেতা যায়, সেই পরিকল্পনাই করতে হবে। আর সেই পরিকল্পনায় অনুশীলনটা খুব গুরুত্বপূর্ণ। সেই অনুশীলনই কলম্বোয় বৃহস্পতিবার সেরে নিল বাংলাদেশ দল। এখন আজকের দিনটিতেও অনুশীলন করে শনিবার তৃতীয় ওয়ানডেতে নামার অপেক্ষা।
×