ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী সংসদ নির্বাচনে আসুন, মাঠে লড়াই হবে

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ মার্চ ২০১৭

আগামী সংসদ নির্বাচনে আসুন, মাঠে লড়াই হবে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন মন্তব্য করে সুনামগঞ্জ ও কুমিল্লার নির্বাচন প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ নির্বাচনে জনগণের দেয়া রায় আওয়ামী লীগ মেনে নেবে। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যারা ট্রেন মিস করবে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিকভাবে তাদের দল অস্তিত্বের সংকটে পড়বে। নির্বাচনে বিজয়ী হলে ভোট সুষ্ঠু হয়েছে, হারলে কারচুপি হয়েছে এমন মানসিকতা পরিহার করে বিএনপিকে নির্বাচনী মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্বাচন মিস করেছেন, শেষ সুযোগ হিসেবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুন, মাঠে লড়াই হবে। জনগণের রায় মেনে নেব। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও জনগণ ভোট দেবে বলেও দলের সিনিয়র এই নেতা মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে ৩০ কিমি দূরে কাজীপুরে এক সমবায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। পরে তিনি কাজীপুরে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী শহীদ এম মনসুর আলী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন। কাজীপুর বিআরডিবি অফিস চত্বরে অনুষ্ঠিত এ সমবায়ী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নূর মোঃ শামসুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিপ্লব মাহমুদ উজ্জ¦বল, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, বিআরডিবি’র উপপরিচালক খাদেমুল বাশার, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল হক। সমাবেশে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংস্থা ইউসিএ’র চেয়ারম্যান মোঃ মোকতাল হোসেন। সমবায়ীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দক্ষিণ এশিয়ার রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে সময় দিতে হবে। তবেই দেশের আর্থ-সামজিক ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। পদ্মা সেতুর চক্রান্তকারীরা মিথ্যাবাদী তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিয়িাম সদস্য, বলেছেন- বিএনপিসহ বিশ্বব্যাংকের মুখচেনা চক্রান্তকারীদের মুখোশ আদালতের রায়ে উন্মোচিত হয়েছে। বিএনপিসহ সুশীল সমাজ নামধারী কতিপয় ব্যক্তির চক্রান্তের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ আজ বাস্তবে রূপ নিয়েছে। সমাবেশে মৌলবাদ প্রতিহত করার আহ্বান জানিয়ে সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন- ইসলামে মানুষ পুড়িয়ে হত্যার কোন হুকুম নেই। অথচ ইসলামের নামে জামায়াত বিএনপি এ দেশে মানুষ পুড়িয়ে হত্যা করে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চেয়েছিল।
×