ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০৩০ সালে এসডিজির ৮০ শতাংশ বাস্তবায়ন হবে ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২১, ৩১ মার্চ ২০১৭

২০৩০ সালে এসডিজির ৮০ শতাংশ বাস্তবায়ন হবে ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন আগামী ২০৩০ সালে এসডিজির ৮২ শতাংশ বাস্তবায়ন করতে সক্ষম হবে বাংলাদেশ। তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে বাংলাদেশ পরিকল্পিত ও সফলভাবে এগিয়ে যাচ্ছে। এমডিজি সফলভাবে অর্জন করে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর এবং ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ রবার্ট ডি. ওয়াটকিনসনের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ঘোষিত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে এসডিজির ৮২ ভাগ বাস্তবায়িত হবে ২০৩০ সালের মধ্যে। বাংলাদেশে পদ্মা সেতুসহ অনেক মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করতে রাস্তাগুলো ফোর লেনে রূপান্তরিত করা হচ্ছে। দেশে এখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের (এফডিই) পরিবেশ সৃষ্টি হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের পর দেশে আর গ্যাস সমস্যা থাকবে না, বিদ্যুত পর্যাপ্ত আছে। অনেক দেশ এখন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এগিয়ে আসছে। সন্ত্রাস দমনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করছে বিশ^বাসী। দেশের শ্রমিকদের অধিকার রক্ষা ও কর্মবান্ধব পরিবেশে সৃষ্টি করে গ্রীন ফ্যাক্টরি গড়ে উঠছে বাংলাদেশে। দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা পৌনে ৭ কোটি অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় পৌনে ৭ কোটিতে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত বিটিআরসির ফেব্রুয়ারির তথ্যে দেখা গেছে, দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার। বিটিআরসির তথ্যে দেখা যায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪০ লাখ ৩৬ হাজার। তবে ওয়াইম্যাক্স ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার। ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার। গত বছর মার্চে দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার গ্রাহক ছিল। তবে মে মাসে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষে এ সংখ্যা দাঁড়িয়েছিল ১১ কোটি ৬০ লাখ। চলতি বছরের ফেব্রুয়ারির তথ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার। বাংলালিংকের ৩ কোটি ১৩ লাখ ৯ হাজার, রবির ২ কোটি ৭০ লাখ ১৭ হাজার, এয়ারটেলের ৮২ লাখ ১৯ হাজার, টেলিটকের ৩৭ লাখ ৩৩ হাজার। তবে সিটিসেলের গ্রাহকের তথ্যে ‘শূন্য’ দেখিয়েছে বিটিআরসি।
×