ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যাশনাল ফিড মিলের দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৪:১৮, ৩১ মার্চ ২০১৭

ন্যাশনাল ফিড মিলের দরবৃদ্ধির কোন কারণ নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। সিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই বুধবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৫ মার্চ থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। অর্থনৈতিক রিপোর্টার প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ডিএসই সূত্র জানায়, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ‘১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর’ ২০১৬ সময়ে প্রাইম ব্যাংক শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা। কোম্পানিটি শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৫৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ৮ মে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল। অর্থনৈতিক রিপোর্টার
×