ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে আসতে জেপি মরগানকে বেছে নিল সৌদি আরামকো

প্রকাশিত: ০৪:১৬, ৩১ মার্চ ২০১৭

পুঁজিবাজারে আসতে জেপি মরগানকে বেছে নিল সৌদি আরামকো

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে আসতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সৌদি আবরের সর্ববৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকো। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে অর্থ সংগ্রহ করতে আরও একধাপ এগিয়ে গেলে। কোম্পানিটি এ জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেজ এ্যান্ড কো. এবং এইচএসবিসিকে বেছে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। কোম্পানিটি তাদের মোট সম্পদের ৫ শতাংশ বিক্রি করে বাজার থেকে প্রায় ২ লাখ কোটি ডলার (২ ট্রিলিয়ন) অর্থ সংগ্রহ করবে। ধারণা করা হচ্ছে, এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় আইপিও। খবরে বলা হয়, রিয়াদের স্টক এক্সচেঞ্জ ও একটি বিদেশী এক্সচেঞ্জে কোম্পানি তালিকাভুক্ত হবে। সৌদির ডেপুটি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বরাতে এর আগে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে তেলের টানা দরপতন সৌদির উন্নয়নকে পঙ্গু করে দিয়েছে। এখন দেশটি তেলে নির্ভরতা কমাতে চাইছে। এ পরিকল্পনার আওতায় ভিশন-২০৩০ প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই সময় ডেপুটি যুবরাজ জানান, আরামকোর ১ শতাংশ, জাস্ট ১ শতাংশ শেয়ার যদি বাজারে ছাড়া হয়, তবে তা হবে বিশ্বে সবচেয়ে বড় কোন আইপিও। দ্য ইকোনমিস্টের তথ্যানুযায়ী, বিশ্বের মোট রিজার্ভের ১৫ শতাংশেরও বেশি বা প্রায় ২৬৫ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আছে এই কোম্পানিতে।
×