ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:১৫, ৩১ মার্চ ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮১৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩১৭ কোটি ৪০ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে এক হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফিন্যান্স, সিটি ব্যাংক, বে´িমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বে´িমকো, ন্যাশনাল পলিমার, আইএফআইসি, এবি ব্যাংক ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফাইন ফুডস, ডেল্টা ব্র্যাক হাউসিং, পিএফআই মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, হাক্কানী পাল্প, বারাকা পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, শাশা ডেনিম, আইসিবি ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সিটি ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, বে-লিজিং, এইচআর টেক্সটাইল, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার ও ন্যাশনাল হাউসিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক, বিএসআরএম স্টিল, বে´িমকো ফার্মা, বে´িমকো, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স।
×