ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:১৫, ৩১ মার্চ ২০১৭

অন্যরকম

রাজ্যজুড়ে ওয়াই-ফাই জোন ভারতের কেরল রাজ্যের পার্ক স্ট্রিটকে আগেই ফ্রি ওয়াই-ফাই জোন ঘোষণা করা হয়েছিল। তারপর নিউটাউন থেকে দিঘা, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিধানসভা, একের পর এক ফ্রি ওয়াই ফাই-জোনের পরিধি বাড়ানো হয়েছে। এবার গোটা রাজ্যকেই ওয়াই-ফাই জোনের আওতায় আনার কথা ভাবছে রাজ্য সরকার। কেরলের রাজ্য সরকার আগেই এই নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে। আগামী দেড় বছরের মধ্যে পুরো রাজ্যকেই ওয়াই-ফাই জোনের আওতায় আনা হবে। ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে চলেছে কেরল। সেই পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারও। সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে যত খুশি পরিষেবা ব্যবহার করা যাবে না। একটি হ্যান্ডসেট বা নম্বর থেকে প্রাথমিকভাবে দৈনিক বা মাসিক কোটা বেঁধে দেয়া হবে। তার মধ্যে প্রয়োজনীয় ইন্টারনেট তুলনামূলক কম খরচে ব্যবহার করা যাবে। -হিন্দু
×