ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যেগ্যতা দিয়ে ছাত্রলীগের নেতা হতে হয় : ওবায়দুল কাদের

প্রকাশিত: ০১:০৬, ৩০ মার্চ ২০১৭

যেগ্যতা দিয়ে ছাত্রলীগের নেতা হতে হয় : ওবায়দুল কাদের

হাসান ইমাম সাগর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পকেটের মাধ্যমে ছাত্রলীগের কমিটি দেয়া হবে না। একটি ডান পকেটে একটি বাম পকেটে এমন কোন কমিটির কথা চিন্তাও করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের কমিটি হবে যোগ্যতার ভিত্তিতে। এতে গ্রুপিং থাকবে না। একটি কলেজের কয়েকজন ছাত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, আমি সোহাগ ভাইয়ের গ্রুপ মেনটেইন করি, আমি জাকির ভাইয়ের গ্রুপ মেনটেইন করি, এই গ্রুপ মেনটেইন করা চলবে না। সোহাগ-জাকিরের কোনো গ্রুপ নেই এবং থাকবে না। গ্রুপিং করে কেউ নেতা হতে পারে নি আর কখনো পারবেও না। যোগ্যতা দিয়ে নেতা হতে হবে। মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে পত্রিকার পাতায় নিজেদের মধ্যে হানাহানি, মারামারি ও চাঁদাবাজি খবর আসে। এই সংবাদ আমাদের নিশ্চিত জয়ের আশাকে ম্লান করে দেয়। আমাদের সরকারের ভাবমুর্তি এবং অভুতপূর্ব উন্নয়নের ধারা বাঁধা গ্রস্থ করে। এতো উন্নয়ন এতো অর্জন সব ম্লান হয়ে যায়। আমাদের সব ভালোটুকুই নষ্ট করে দেয়। এসব কালাপাহাড়ের মতো দানবের অস্তিত্ব রাখা হবে না। তারা যতই শক্তিশালী হোক না কেন। কোনো অপকর্ম মেনে নেয়া হবে না। গুলিস্থান ও ঢাকা কলেজের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে শেখ হাসিনার স্পষ্ট মেসেজ আছে, কেউ কোন অপকর্ম করলে তাৎক্ষণাৎ তাকে বহিষ্কার করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ কেন্দ্রীয় ছাত্রলীগ এবং জবি ছাত্রলীগের প্রাক্তন নেতারা উপস্থিত ছিলেন।
×