ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে চাষীদের বিনামূল্যে পাটবীজ বিতরন

প্রকাশিত: ২২:৩৪, ৩০ মার্চ ২০১৭

নীলফামারীতে চাষীদের বিনামূল্যে পাটবীজ বিতরন

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলায় এক হাজার চাষির মধ্যে পাট বীজ ও রিবনার, পলেথিন এবং হাতুরী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে চাষিদের হাতে এসব পাট বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুহাঃ বেলায়েত হোসেন। জেলা পাট অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তানভির আহমেদ সরকার, উপ-সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।
×