ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরণখোলা ভিক্ষুক মুক্ত

প্রকাশিত: ২০:৩৬, ৩০ মার্চ ২০১৭

শরণখোলা ভিক্ষুক মুক্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলা উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার ধানসাগর ইউনিয়নের মাতৃভাষা কলেজ সংলগ্ন শরণখোলা উপজেলার সীমানা প্রাচীরের নিকটে আজ বৃহস্পতিবার একটি সাইনবোর্ড স্থাপনকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মীর আলিফ রেজা এ ঘোষণা দেন। তিনি বলেন, উপজেলার ৪ ইউনিয়নের প্রায় দু’লাখ বাসিন্দাদের মধ্য থেকে ২৮৯ জন ভিক্ষুকের তালিকা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৩১ জন নারী ভিক্ষুকের নাম পাওয়া গেছে। পর্যায়ক্রমে এদের সকলকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ধানসাগর ইউপি চেয়ারম্যান মোঃ মইনুল হোসেন টিপু সহ তার পরিষদের সদসবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
×