ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৮:৪১, ৩০ মার্চ ২০১৭

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে ড. মোশাররফ বলেন, সরকারী দলের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। কারণ তারা চায় ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে ক্ষমতায় যেতে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ৫ জানুয়ারি মতো নির্বাচন আর হবে না। আর জনগণও সেটা মানবে না। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শীঘ্রই নির্বাচনকালীন সরকারের রূপ রেখা ঘোষণা করবেন। আমরা সেটা কায়েম করেই নির্বাচনে যাব। এজন্য আপনারা প্রস্তুত থাকুন। খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করতেই বিচারের মুখোমুখি -দুদু ॥ একাদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অযোগ্য ঘোষণা করতেই তাকে প্রহসনমূলক বিচারের মুখোমুখি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামানের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আনোয়ারুজ্জামান মুক্তি সংগ্রাম পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
×