ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্ণার

প্রকাশিত: ০৬:৫১, ৩০ মার্চ ২০১৭

ল্যাঙ্গুয়েজ কর্ণার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com (পর্ব : ২০৬) Usage of Must, Ought and Should Have to ছাড়া এই তিনটি শব্দ দিয়ে প্রায় সব ধরনের কাজ করার বাধকতা বা প্রয়োজনীয়তা বোঝানো যায়। এই শব্দগুলো ও তাদের ব্যাবহার নিয়েই আমাদের আজকের আলোচনা। ১। Must Must তিন ভাবে ব্যাবহৃত হয়ঃ ক্সযখন কিছু করা আমাদের জন্য আবশ্যক বা খুবই গুরুত্বপূর্ণ - - She was told that she must not discuss the case with third parties, including her MP. - To calm public opinion, police must quickly arrest the culprits and solve this case. * যখন যুক্তিগত ভাবে আমরা কোন উপসংহারে পৌঁছাই -- the roads are muddy, it must have rained last night - the doors are still locked, the thief must have enterned through the window * যখন কাউকে দৃঢ়ভাবে কোন উপদেশ বা পরামর্শ দিতে চাই -- If you go to Barcelona, you must see the cathedral. - you must see the doctor if the cough persists for more than two week. ২। Ought Ought তিন ভাবে ব্যাবহৃত হয়ঃ * কোন কাজ সঠিক, বা সামাজিক দায়িত্ব বা সৌজন্যতা তা বোঝাতে You ought to admit that you made a mistake. They ought not to be allowed to damage property without paying compensation. * সাধারণ যুক্তিতে কোন কিছু ঘটার সম্ভাবনার ভবিষ্যতবাণী করতে Our long-delayed mail is on the way from France and ought to arrive today. The weather oughtnÕt to be cold in May. * কিছু করতে উৎসাহিত করতে বা পরামর্শ দিতে If you havenÕt read the book then you ought to see the movie. What ought to be done to improve things? ৩।Should Should তিন ভাবে ব্যাবহৃত হয়ঃ * দায়িত্ব বা যথার্থতার দৃষ্টিকোন থেকে কিছু করা উচিৎ বোঝাতে All employees should be provided with a proper job description. Children shouldnÕt be allowed to watch too much TV. * পরামর্শ চাইতে বা দিতে I told Kathy she should try to get some rest. Can you recommend any exercises, or should I see a doctor? * সাধারণ যুক্তিতে বা বর্তমান প্রেক্ষাপটে কোন কিছু ঘটার সম্ভাবনার ভবিষ্যতবাণী করতে -My sisterÕs on her way, she should be here soon. -By next month I should have enough money to buy a car. Quote on life: ÒHappiness and moral duty are inseparably connected.Ó ~ George Washington প্রিয় পাঠক, ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে!
×