ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

‘হলিউড ও বলিউড কোনটাই ছাড়ছি না’

প্রকাশিত: ০৬:৪০, ৩০ মার্চ ২০১৭

‘হলিউড ও বলিউড কোনটাই ছাড়ছি না’

দীপিকা ২০০৬ সালে কানাড়া ছবি ‘ঐশ্বরা’য় অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এর এক বছর পর পা রাখেন বলিউড দুনিয়ায়। ওই বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে কাক্সিক্ষত অভিষেক ঘটে তার। ওই ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে ছিনিয়ে নেন ফিল্মফেয়ার পুরস্কার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একেএকে ‘লাভ আজকাল’, ‘লাফাঙ্গে পারিন্দে’, ‘চাঁদনি চক টু চায়না’, ‘দেশি বয়েজ’, ‘ককটেল’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। ১৯৮৬-তে ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাডুকোনের মেয়ে দীপিকার। তাঁর যখন ১১ বছর বয়স তখন পুরো পরিবার বেঙ্গালুরুতে চলে আসে। দীপিকার মা উজ্জ্বলা পাডুকোন একজন ট্রাভেল এজেন্ট। ২০০৯-এ একটি দৈনিকে লাইফস্টাইলের ওপর লেখালেখি শুরু করেন দীপিকা সোফিয়া হাইস্কুল থেকে পড়াশোনা, স্নাতক করেন মাউন্ট কারমেল কলেজ থেকে। কলেজে পড়াকালীন তাঁর কাছে মডেলিংয়ের প্রস্তাব আসে। একজন পেশাদার মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন ২০০৪-এ। মেন্টর ছিলেন প্রসাদ বিদাপা। কাজ করেছেন বিজ্ঞাপনেও। তিনি অভিনয় শেখেন অনুপম খেরের কাছে। নাচ শেখেন শিয়ামাক দাভারের কাছে। বলিউডের পাশাপাশি হলিউডেও সমান গতিতে এগুচ্ছেন দীপিকা পাড়ুকোন। তাই এই দুটোকে আলাদা করে দেখতে রাজি নন তিনি। বরং দুটোই যেন তার ঘর-বাড়ি। হলিউড দুনিয়ার বছরখানেক হলো পা রেখেছেন এই বলিউড কন্যা। এরই মধ্যে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে কাজ করে সুনাম কুড়িয়েছেন ভালই। চলছে বলিউডের কাজগুলোও। দীপিকার যেন ক্লান্তি নেই! গত কিছুদিন আগে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে দীপিকা বলেন-‘আমি আমার শিকড় ভুলে যাইনি। তাই বলিউড ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার কাছে বলিউড ও হলিউড দুটি সম্পূণর্ই ভিন্ন দুই জগত। বলিউড আমার অনেক কাছের আর হলিউড হলো সম্পূর্ণ ভিন্ন পরিবেশ যা নিজেকে যাচাইয়ের প্ল্যাটফর্ম। দুই জায়গাতেই কাজ করতে ভাল লেগেছে আমার।’ সামনে কোথায় বেশি ব্যস্ত হতে যাচ্ছেন তিনি? এ প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘হলিউড ও বলিউড কোনটাই ছাড়ছি না। দু’জায়গাতেই কাজ করতে চাই।’
×