ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বর্ণজয় মোল্লা সাবিরা ও আয়নুদ্দিনের

প্রকাশিত: ০৬:৩২, ৩০ মার্চ ২০১৭

স্বর্ণজয় মোল্লা সাবিরা ও আয়নুদ্দিনের

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৪৮ কেজি মহিলা ইভেন্টে বাংলাদেশ আনসারের মোল্লা সাবিরা সুলতানা স্বর্ণ, বাংলাদেশ সেনাবাহিনীর আন্না দেবী রৌপ্য ও বিজেএমসির সেতু আক্তার তাম্রপদক; ৫৬ কেজি পুরুষ শ্রেণীতে বাংলাদেশ আনসারের আয়নুদ্দিন স্বর্ণ, বাংলাদেশ সেনাবাহিনীর মিজানুর রহমান রৌপ্য ও বাংলাদেশ জেলের রাজকুমার তাম্রপদক লাভ করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সহ-সভাপতি ফিরোজ খান। চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবুল হোসেন এনডিসি, পিএসসি। রানী হামিদ-রাকিব ফিরলেন শিরোপা জিতে স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে সদ্যসমাপ্ত বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ শেষে ১৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দাবা দল বুধবার বিকেলে বিমানযোগে ঢাকা পৌঁছেছেন। বিমানবন্দরে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম ও আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ ফুল দিয়ে দাবা দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চ্যাম্পিয়ন হন। ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব অপরাজিত চ্যাম্পিয়ন হন। এ ইভেন্টের সবগুলো পদকই বাংলাদেশের দাবাড়ুরা অর্জন করেন। ইভা এ ইভেন্ট হতে একটি আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম অর্জন করেন। সিম্মী মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব পান। রাকিব ২০১৭ সনে জর্জিয়াতে অনুষ্ঠিত বিশ^কাপ দাবার প্রথম রাউন্ডে খেলার সুযোগ পাবেন এবং রানী হামিদ ২০১৮ সনের বিশ^ মহিলা দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। জাতীয় সাইক্লিং শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার ৩৮তম আসর। প্রথমদিন ১০টি ইভেন্ট হওয়ার কথা থাকলেও হয়েছে ৫টি। বাকি ৫টি হতে পারেনি বৃষ্টির কারণে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। উদ্বোধনী দিনে পুরুষদের ৪০ কিলোমিটার মাস স্ট্যার্টে স্বর্ণ জেতেন বিজেএমসির স্বপন আলম। তিনি সময় নেন ১ ঘণ্টা ৩৯.২৯ মিনিট। রৌপ্যজয়ী আর্মি সাইক্লিং দলের আলমগীর হোসেনের টাইমিং ১ ঘণ্টা ৩৯.৩৩ মিনিট। ১ ঘণ্টা ৩৯.৩৫ মিনিট সময় নিয়ে তাম্র জেতেন বিজেএমসির মুক্তাদির আল হাসান। মহিলাদর ১২ কিলোমিটার মাস স্ট্যার্টে ৩২ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন আর্মি সাইক্লিং দলের শিল্পী খাতুন। ৩২ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জেতেন বাংলাদেশ আনসারের চিংবাই মারমা। ৩২ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে তাম্র জেতেন একই দলের নাবিলা ইসলাম মালা। পুরুষদের এলিমিনেশন রেসে নড়াইল জেলার মোঃ জাহিদুল স্বর্ণ, বিজেএমসির রনি মাসুদ রানা রৌপ্য ও বিজিবির মোঃ রাজিবুল তাম্র; মহিলা এলিমিনেশন রেসে বাংলাদেশ আনসারের চিংবাই মারমা স্বর্ণ, বিজেএমসির সামপ্তি বিশ্বাস রৌপ্য ও আর্মি ক্রীড়া দলের সাথী বিশ্বাস তাম্র; পুরুষ দলগত ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে বিজেএমসির মুক্তাদির আল হাসান, স্বপন আলম, ইয়াসিন হোসেন ও রনি মাসুদ রানা স্বর্ণ (সময় ১ মিনিট ৪৪.৩৯ সেকেন্ড), বিজিবির রিপন কুমার বিশ্বাস, মনোয়ার হোসেন ও রাজিবুল ইসলাম রৌপ্য (সময় ১ মিনিট ৪৪.৬৫ সেকেন্ড) এবং আর্মি সাইক্লিং দলের আবদুল হাকিম, ইকরামুল ইসলাম ও আবদুল্লাহ আল নোমান তাম্রপদক (সময় ১ মিনিট ৪৪.৬৫ সেকেন্ড)। ওয়ালটন কুস্তি চ্যাম্পিয়ন বিজিবি, আনসার ও সেনাবাহিনী স্পোর্টস রিপোর্টার ॥ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি বুধবার শেষ হয়েছে। পুরুষ বিভাগে বিজিবি, মহিলা বিভাগে যৌথভাবে বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ বিভাগে ‘বীর পালোয়ান’ হয়েছেন বিজিবির বিল্লাল হোসেন। তাকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। পাশাপাশি সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেয়া হয়। পুরুষ বিভাগে বিজিবি ৬ স্বর্ণ, ১ রৌপ্য জিতে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ আনসার ১ স্বর্ণ, ৫ রৌপ্য ও ২টি তাম্র জিতে রানার্সআপ হয়। ১ স্বর্ণ, ২ রৌপ্য ও ৩ তাম্র নিয়ে তৃতীয় হয় বাংলাদেশ সেনাবাহিনী। মহিলা বিভাগে বাংলাদেশ আনসার এবং সেনাবাহিনী উভয় দল ৪ স্বর্ণ, ৩ রৌপ্য ও ১ তাম্র জিতে যৌথ চ্যাম্পিয়ন হয়। ২ রৌপ্য ও ২ তাম্র জিতে তৃতীয় হয় বাংলাদেশ পুলিশ। পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×