ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবার আগে বিশ্বকাপের মূলপর্বে ব্রাজিল

প্রকাশিত: ০৬:৩০, ৩০ মার্চ ২০১৭

সবার আগে বিশ্বকাপের মূলপর্বে ব্রাজিল

জাহিদুল আলম জয় ॥ ফিরে এসেছে আবারও সেই শৈল্পিক ছন্দময় ফুটবল। ফুটবল বিশ্বের সেরা সাফল্যের দল ব্রাজিল ফের শাসন করতে শুরু করেছে খেলার ময়দান। বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সে প্রমাণই রেখে চলেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা আট ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে সাম্বা ছন্দের দেশটি। চার ম্যাচ হাতে রেখেই এ কৃতিত্ব দেখিয়েছে কোচ টিটের দল। সাওপাওলোতে বাংলাদেশ সময় বুধবার সকালে অতিথি প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখে ব্রাজিল। আনুষ্ঠানিকতা বাকি ছিল কেবল কাগজে-কলমে। সেটারও ফয়সালা হয়ে যায় পরের ম্যাচে পেরুর কাছে উরুগুয়ে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে গেলে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার দিনে বাদ পড়ার শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা। লাপাজে গিয়ে উচ্চতা জয় করতে পারেনি দিয়াগো ম্যারাডোনার দেশ। বরাবরের মতো এবারও হেরেছে তারা। বাছাই পর্বেই বাদ পড়া নিশ্চিত হওয়া বলিভিয়ার কাছে আর্জেন্টিনা হেরেছে ২-০ গোলে। চার ম্যাচ নিষিদ্ধ হওয়া অধিনায়ক লিওনেল মেসি খেলতে না পারার প্রভাবই পুরো ম্যাচে প্রতিফলিত হয়েছে। সান্টিয়াগোতে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে চিলি। আর্সেনাল স্ট্রাইকার এ্যালেক্সিস সানচেজ তৃতীয় মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে চিলিকে এগিয়ে দেন। সাত মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এস্টেবান পারেডেস। ৬২ মিনিটে সালোমোন রোনডন স্বাগতিদের পক্ষে তৃতীয় গোলটি করেন। কুইটোতে রিয়াল মাদ্রিদ তারকা জেমস রড্রিগুয়েজ ও জুয়ান কুয়ারডাডোর গোলে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত প্রতিটি দল খেলেছে ১৪টি করে ম্যাচ। প্রতিটি দলের আর বাকি আছে চারটি করে খেলা। ৩৩ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ব্রাজিল। দারুণ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলম্বিয়া। ২৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে এসেছে উরুগুয়ে। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে চার নম্বরে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ২২ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে এসেছে আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে ইকুয়েডর ছয়ে। এখন সমীকরণ এমন বাকি চার রাউন্ডের ম্যাচগুলোর ফল আর যাই হোক না কেন, ব্রাজিলের আর চতুর্থ স্থানের নীচে যাচ্ছে না। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে। এখন পর্যন্ত যা অবস্থা তাতে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিয়ে ঘোরতর সংশয় আছে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে সহজ জয় তুলে নেয় ব্রাজিল। ৩৪ মিনিটে সেলেসাওদের এগিয়ে নেন লিভারপুল তারকা ফিলিপ কুটিনহো। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। তার শট ফিরিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক এ্যান্থনি সিলভা। ৬৪ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় গোল করে প্রায়শ্চিত্ত করেন নেইমার। ৮৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ব্রাজিলের হয়ে তিন নম্বর গোল করেন। পুরো ম্যাচেই নেইমার ছিলেন অপ্রতিরোধ্য। পেনাল্টি মিস করলেও একটি গোল করেন তিনি। তাছাড়া তার দু’টি গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ম্যাচ শেষে বিশ্বকাপের টিকেট নিশ্চিত হওয়া প্রসঙ্গে ব্রাজিল কোচ টিটে বলেন, যখন আমি আমার পরিবার, আমার খেলোয়াড়, সমর্থকদের দিকে তাকাই, তখন আমি তাদের মধ্যে অন্য ধরনের এক আনন্দ দেখতে পাই। এটা সত্যিই বিশেষ কিছু। আমরা খুব খুশি। টানা এই সাফল্যে দীর্ঘ সাত বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়েরও শীর্ষে ফিরতে যাচ্ছে ব্রাজিল। কিছুদিন বাদেই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা র‌্যাঙ্কিং প্রকাশ করবে। সেখানে নেইমারদের ২০১০ সালের পর এক নম্বরে ফেরা নিশ্চিত হয়েছে। ব্রাজিলের উদযাপনের দিনে মেসিবিহীন আর্জেন্টিনাকে লজ্জা দিয়েছে বলিভিয়া। ম্যাচ শুরুর মাত্র একঘণ্টা আগে আর্জেন্টাইন শিবিরে মেসির না খেলার সংবাদটি আসে। গত সপ্তাহে চিলির বিরুদ্ধে বাছাইপর্বের ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেরা তারকা মেসির অনুপস্থিতিতে আর্জেন্টাইন কোচ এডগার্ডো বাউজা বাধ্য হন মূল একাদশে পরিবর্তন আনতে। ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও এ্যাগুয়েরোকে বেঞ্চে বসিয়ে আক্রমণ ভাগে এ্যাটলেটিকো মাদ্রিদের এ্যাঞ্জেল কোরেরাকে মাঠে নামান তিনি। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত লাপাজের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয় আর্জেন্টাইনদের। যার মাশুল দিতে হয়েছে হার দিয়ে। ম্যাচের শুরু থেকেই অতিথিদের ওপর চেপে বসে বলিভিয়া। ৩১ মিনিটে তার ফলও পেয়ে যায়। পাবলো এসকোবারের ক্রস থেকে জুয়ান কার্লোস আরসে দলকে এগিয়ে নেন। বিরতির পর ৫৩ মিনিটে মার্টিন্স মরেনো আরও এক গোল করে বলিভিয়ার জয় নিশ্চিত করেন।
×