ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ামি ওপেনের সেমিফাইনালে পিসকোভা-ওজনিয়াকি

প্রকাশিত: ০৬:২৯, ৩০ মার্চ ২০১৭

মিয়ামি ওপেনের সেমিফাইনালে পিসকোভা-ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন ক্যারোলিন ওজনিয়াকি এবং ক্যারোলিনা পিসকোভা। মঙ্গলবার দারুণ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেটও নিশ্চিত করেছেন তারা। ফাইনালে উঠার লড়াইয়ে এখন ক্যারোলিনা পিসকোভার মুখোমুখি হবেন ক্যারোলিন ওজনিয়াকি। চলতি বছরের শুরু থেকেই টেনিস কোর্টে নিজেকে দারুণভাবে মেলে ধরছেন ক্যারোলিনা পিসকোভা। মিয়ামি ওপেনেও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় বাছাই হিসেবে ক্যালিফোর্নিয়ার এই ইভেন্ট শুরু করা পিসকোভা শুরু থেকেই দাপট দেখাচ্ছেন। কোয়ার্টার ফাইনালেও যেন একই চিত্রনাট্য। যেখানে তার প্রতিপক্ষ হিসেবে ছিলেন ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনি। এ বছরেই পঁয়ত্রিশে পা রেখেছেন বারোনি। কিন্তু তাতে কী? ক্যারিয়ারের গোধূলি বেলায় জ্বলে উঠলেন তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেন বারোনি। তাও আবার দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর। এর আগে ১৯৯৯ সালে প্রথম কোন মেজর টুর্নামেন্টের শেষ চারে খেলার গৌরব অর্জন করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের পর মিয়ামি ওপেনেও নিজের সেরাটা দিয়ে খেলছেন তিনটি শিরোপার স্বাদ পাওয়া এই ক্রোয়েশিয়ান। কিন্তু কোয়ার্টার ফাইনালে পিসকোভার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বাছাই ক্যারোলিনা পিসকোভা এদিন ৬-৩ এবং ৬-৪ সেটে হারান অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালিস্টকে। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন পিসকোভা। জানিয়েছেন অস্ট্রেলিয়ার চেয়েও এখানে ভাল খেলছেন তিনি। এ বিষয়ে চেক তারকা বলেন, ‘যদিওবা এখানকার পরিস্থিতি সম্পূর্ণরূপেই ভিন্ন তারপরও আমি মনে করি অস্ট্রেলিয়ার চেয়েও এখানে অনেক ভাল খেলেছি। তবে প্রতিপক্ষ হিসেবে বারোনিও অনেক ভাল পারফর্মেন্স উপহার দিয়েছে। এর কারণ এখানকার কোর্ট খুব দ্রুত এবং পরিবেশ কিছুটা উঞ্চ। অস্ট্রেলিয়ায় যে রকম গেম প্ল্যান ছিল এখানে তারচেয়ে ভিন্ন পরিকল্পনা নিয়ে কোর্টে নেমেছিলাম। তা সঠিকভাবেই কাজে লেগেছে। এখানে আমি একটু বেশিই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি।’ নতুন বছরে ইতোমধ্যেই দুটি শিরোপা নিজের শোকেসে তুলেছেন পিসকোভা। বাঘা বাঘা টেনিস খেলোয়াড়দের হারিয়ে মৌসুমের শুরুতেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি। এরপর কাতার ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ২৫ বছরের এই টেনিস তারকা। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকি। মিয়ামি ওপেনের সেমিফাইনালেও সেই ড্যানিশ তারকাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন ক্যারোলিনা পিসকোভা। কোয়ার্টার ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকি হারিয়েছেন ক্যারোলিনা পিসকোভারই স্বদেশী লুসি সাফারোভাকে। টুর্নামেন্টের ১২তম বাছাই ওজিনয়াকি এদিন ৬-৪ এবং ৬-৩ সেটে হারান চেক তারকাকে। তবে সেমিফাইনালেই এবার কাতার ওপেনে হারার প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছেন ওজনিয়াকি। ড্যানিশ তারকাও জানিয়েছেন নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবেন তিনি। এ বিষয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা বলেন, ‘সর্বশেষ ম্যাচে সে আমাকে হারিয়েছিল এবং এখনও সে খুব ভাল খেলছে। সে যত ভাল ফর্মেই থাকুক না কেন তার বিপক্ষে আরেকবার লড়াই করার সবধরনের চেষ্টাই করব। দেখি এবার তাকে হারানো যায় কি না।’ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের রেকর্ড রয়েছে তার। কিন্তু দুর্ভাগ্য ওজনিয়াকির, এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জয়ের স্বাদ পাননি। সর্বোচ্চ ফলাফল গ্র্যান্ডসøামের ফাইনাল। তবে চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলা ওজনিয়াকি এবার নতুন করে স্বপ্ন বুনছেন। নিজের বর্তমান পারফর্মেন্স নিয়ে দারুণ সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ওজনিয়াকি বলেন, ‘আমি এখন ভাল খেলছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গত ছয় মাস ধরে আমার শারীরিক অবস্থা খুবই ভাল। আশাকরি পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
×