ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ ওয়ানডেতেও জ্বলে উঠতে চান তাসকিন

প্রকাশিত: ০৬:২৮, ৩০ মার্চ ২০১৭

শেষ ওয়ানডেতেও জ্বলে উঠতে চান তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলেছেন। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও বোলিং ঝলক দেখাতে পারেননি। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে এমনই চমক দেখালেন, হ্যাটট্রিকসহ চার উইকেট শিকার করলেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। বর্তমানে বাংলাদেশ দলে সবচেয়ে গতিময় বোলার তাসকিন শনিবার কলম্বোয় হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও একইভাবে জ্বলে উঠতে চান। নিজেই জানিয়েছেন, ‘নতুন ভেন্যু সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার কোন ধারণা নেই। কারণ আমি আগে কখনও সেখানে (কলম্বোয়) খেলিনি। বোঝাই যাচ্ছে সবগুলো ব্যাটিং পিচ। সেখানেও বেসিকটা ধরে রাখতে হবে। ভাল জায়গায় বল করতে হবে। ধারাবাহিকতাটা খুব গুরুত্বপূর্ণ। শেষ দুটি ম্যাচে যা করছি সেগুলোই করার চেষ্টা করব।’ দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তবে তাসকিন ঠিকই দেখিয়েছেন বোলিং নৈপুণ্য। শুরুতে অবশ্য নির্লিপ্তই ছিলেন। ৮ ওভার বল করে ৪২ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। তবে শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারটিতে হ্যাটট্রিকই করে বসেন। যখন শেষ ওভারে বল করতে আসেন, তখনও তার করা দ্বিতীয় বলে বাউন্ডারি হয়। কিন্তু এরপর টানা তিনটি বলে তিন উইকেট তুলে নেন তাসকিন। গতির ঝড় তোলেন। এমনই ঝলক দেখান, টানা তিন বলে তিন উইকেট শিকার করে হ্যাটট্রিকই করে ফেলেন। ইতিহাসের পাতাতে নিজের নাম লিখিয়ে ফেলেন। টানা তিন বলে আসেলা গুনারতেœ, সুরঙ্গ লাকমাল ও নুয়ান প্রদীপকে আউট করে হ্যাটট্রিক করেন তাসকিন। ইনিংস শেষ হওয়ার এক বল বাকি থাকতে অলআউটও হয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৮.৫ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন। শেষে গিয়ে বোলিং তা-ব দেখান। এর আগে ৪০ বার হ্যাটট্রিক হয়েছে। তাসকিন হ্যাটট্রিক যখন করলেন তখন ৪১তম বার হ্যাটট্রিক করা হয়ে গেল। ৩৬তম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তাসকিন। বাংলাদেশ বোলারদের মধ্যে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন। সবার আগে পেসার শাহাদাত হোসেন রাজিব, এরপর স্পিনার আব্দুর রাজ্জাক, তারপর পেসার রুবেল হোসেন এবং তাসকিনের আগে স্পিনার তাইজুল ইসলাম হ্যাটট্রিক করেন। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনও হ্যাটট্রিক করে দেখালেন। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বপ্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানের জালাল-উদ-দিন। ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ডটি গড়েন তিনি। এছাড়া সবচেয়ে কম বয়সী হিসেবে আরেক পাকিস্তানী আকিব জাভেদ হ্যাটট্রিক করেছিলেন। ১৯৯১ সালে ভারতের বিপক্ষে ১৯ বছর ৮১ দিনে কীর্তিটি গড়েন আকিব। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনবার হ্যাটট্রিক করার নজির গড়েছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এছাড়া ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। তাসকিন আহমেদ মঙ্গলবার টানা তিন বলে তিন উইকেট নেয়ার নজির গড়লেন। দিনের শুরুটা খারাপ গেলেও শেষ বেলায় নায়ক হয়ে উঠলেন যেন তাসকিনই। হ্যাটট্রিক করার মতো কঠিন কাজটি যে করেছেন। তাতেই ইতিহাসের পাতাতে ঢুকে গেছেন। শেষ ওভারের আগে হ্যাটট্রিকের কথাই নাকি ভাবছিলেন তাসকিন, ‘শেষ ওভারের আগে আমি ফিল্ডিংয়ে দাঁড়িয়ে এমন কিছুই কল্পনা করেছিলাম। এর আগে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও আমি করতে পারিনি। তবে এবার তৃতীয় উইকেটটি নেয়ার আগে আমি খুব নির্ভার ছিলাম। কেন জানি মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে এবং শেষ পর্যন্ত হয়েও গেল।’ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে দুই টেস্টে রঙ্গনা হেরাথ দুইবার, লক্ষণ সান্দাকান ও দিলরুয়ান পেরেরা একবার করে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েছেন। কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা তা হতে দেননি। বাংলাদেশের তাসকিন যখন এই সুযোগটি পেলেন, তা করেই ছাড়লেন। হ্যাটট্রিকের পর অভিনন্দনের জোয়ারেও ভাসেন তাসকিন। বলেন, ‘হ্যাটট্রিকের পর সবাই অভিনন্দন জানিয়েছে এবং ড্রেসিংরুমেও আমি বাহবা পেয়েছি।’ পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ভূমিকাও ভুলে যাননি তাসকিন। জানিয়েছেন, ‘বোলিং কোচ ওয়ালশ অনেক সাহায্য করেছেন। তার পরিকল্পনা মতোই বোলিং করেছি। তিনি তো একজন কিংবদন্তি। তবে ওয়ালশের সঙ্গে দলের সবাই অনেক সহায়তা করেছে। সামনের ম্যাচগুলোতে যেন জিততে পারি এবং ভাল খেলতে পারিÑ সবাই এই দোয়া করবেন। এটা আমার জীবনের জন্য বড় একটি অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে আমি প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছি। অবশ্যই এটা বড় পাওয়া এবং খুব ভাল লাগছে। আরও ভাল লাগতো যদি ম্যাচটা হত এবং আমরা জিততে পারতাম।’ সঙ্গে যোগ করেন, ‘দুর্ভাগ্যক্রমে বৃষ্টির কারণে ম্যাচটি হয়নি। আসল লক্ষ্য সিরিজ জেতা। উইকেট পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। কিন্তু সত্যিই সেটা ভাগ্যের ব্যাপার। শেষের ওই বলটা ভাল ইয়র্কার ছিল। বোল্ড না হয়ে ব্যাটের প্রান্তে লেগে চারও হয়ে যেতে পারত। আমি আসলেই ভাগ্যবান। চেষ্টা করেছি, শেষ পর্যন্ত সেটা হয়েছে।’ আর এই জ্বলে ওঠা শেষ ওয়ানডেতেও বজায় রাখতে চান তাসকিন।
×