ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০২, ৩০ মার্চ ২০১৭

টুকরো খবর

সভায় হাজির না থাকায় তিন শিক্ষক সাসপেন্ড স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির এক সভায় হাজির না থাকায় ওই বিদ্যালয়ে কর্মরত এমপিওভুক্ত তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এমনকি বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ক্ষিপ্ত হয়ে বেতন কর্তনের আদেশ দেন এবং প্রধান শিক্ষক তা বাস্তবায়ন করেন। জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সভায় অনুপস্থিতির কারণে ওই বিদ্যালয়ের তিন শিক্ষক প্রতিনিধি সদস্য বনানী মল্লিক, পারভীন আক্তার ও প্রদীপ কুমার মল্লিককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাদের কোন কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়নি। কেটে নেয়া হয়েছে বেতন। এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সোনালী ব্যাংকের যে শাখা থেকে বেতন উত্তোলন করেন, সেখানে খোঁজ নিয়ে জানা গেছে, ওই তিন শিক্ষকের বেতন গত জানুয়ারি মাসে ৪ হাজার ৬৪৫ টাকা হারে এবং ফেব্রুয়ারি মাসে ৮ হাজার টাকা হারে কর্তন করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত অভিযুক্ত এই তিন শিক্ষক চাকরি হারানোর ভয়ে মুখ খুলছেন না। এ ব্যাপারে বিদ্যালয়ের দাতা সদস্য ফারাজী মাসুদুর রহমান টিটো বলেন, ‘বর্তমান ম্যানেজিং কমিটি আমাকে ছাড়াই মিটিং চালিয়ে যাচ্ছেন।’ শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষার সময় বিদ্যালয়ের ভাল তিন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এতে আসন্ন এসএসসি পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে।’ সন্ত্রাসী হামলায় আহত ৭ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ মার্চ ॥ কলাপাড়ায় প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসী হামলায় জখম হয়েছে লতাচাপলী ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থী মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজীসহ সাতজন। কলাপাড়ায় শেখ কামাল সেতুর উত্তর প্রান্তে বুধবার সকাল সাড়ে দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্য আহতরা হচ্ছেÑ ছিদ্দিকুর রহমান, রাজীব, ইদ্রিস, জসিম, ইব্রাহিম ও জলিল। এর মধ্যে দুইজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলা, লাকড়ি এবং লাঠিসোটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এমনকি পাঁচ কিমি ধাওয়া করে পর্যন্ত মারধর করা হয়েছে। আহতরা জানায়, মাহেন্দ্র অটোযোগে এরা লতাচাপলী থেকে কলাপাড়ায় আসছিলেন। এ সময় অটো থামিয়ে অলি নামের এক যুবক পৌর টোলের নামে দুই শ’ টাকা আদায় করে। এ সময় আচমকা বাসস্ট্যান্ডে থাকা একদল সন্ত্রাসী তাদের ওপর নারকীয় লাঠিপেটাসহ হামলা চালায়। মানুষ দিগি¦দিক দৌড়াদৌড়ি করতে থাকে। বাস চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, কলাপাড়ায় শেখ কামাল সেতুর সংযোগ সড়কে কলাপাড়া পৌরসভার টোল আদায়ের নামে কুয়াকাটাগামী পর্যটকবাহী বাসসহ সকল যানবাহন আটকে ব্যাপক চাঁদাবাজি করছে। এসব নিরসনে কোন পদক্ষেপ না নেয়ায় একের পর এক সন্ত্রাসী কা- ঘটছে। ট্রাকভর্তি রেণুসহ আটক ১১ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর দপদপিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ট্রাকভর্তি চার লাখ বাগদা রেণু জব্দসহ ১১ জনকে আটক করেছে। বুধবার আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ-ের নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নাজমুল হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জব্দকৃত রেণু চরফ্যাশন থেকে খুলনার উদ্দেশে পাচার করা হচ্ছিল। জব্দ করা রেণুগুলো ওইদিন দুপুরেই কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। ইউপি নির্বাচন দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘ ১৪ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নবাসী নির্বাচনের দাবিতে বুধবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। উপজেলা নির্বাচন অফিসসংলগ্ন উজিরপুর-ইচলাদীর প্রধান সড়কের দীর্ঘ দেড় কিলোমিটারের মানববন্ধনে ওই ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল রহিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেনÑ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হোসেন মাঝি, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম সরদার, উপজেলা জাসদের সভাপতি ডাঃ গফুর হোসেন মঞ্জু, কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহমুদ আউয়াল প্রমুখ। জঙ্গীবিরোধী শপথ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দুই শতাধিক নারী-পুরুষ, যুবক-যুবতী জঙ্গীবিরোধী শপথ গ্রহণ করেছে। বুধবার সকালে জয়নগরের মনিরের খামারে যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে আয়োজিত জঙ্গীবিরোধী প্রচার ও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সদস্য ও এলাকাবাসী শপথ গ্রহণ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ওসি আব্দুল হাই তালুকদার, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, পদকপ্রাপ্ত সবজি চাষী কফি বারী। যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মোরশেদ আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন খামার মালিক মনির হোসেন, রেজা প্রামাণিক, সিএস রবিউল আলম ফারুক ও সিএস আফতাব হোসেন। ওষুধ পাচারের অভিযোগে গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ মার্চ ॥ সরকারী ওষুধ বাইরে পাচারের অভিযোগে মঙ্গলবার রাতে দুই ব্যক্তিকে আটক করেছে নেত্রকোনার গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলোÑ আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের আবদুল মোতালিব ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (২৮)। মোতালিব জেলা শহরের কাটলী এলাকার একটি বাসায় ভাড়া থাকে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টায় মোতালিবের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসা থেকে বস্তাভর্তি অবস্থায় দুই হাজার পিস সিপ্রোসিন, আড়াই হাজার এজিথ্রোমাইসিন, সাড়ে তিন হাজার এমোক্সিসিলিন ও সাড়ে তিন হাজার প্যান্টোপ্রাজল ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পূর্বধলার শ্যামগঞ্জ বাজার থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। ডুয়েটের প্রথম কনভেনশন কাল স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রথম কনভেনশন ও পুনর্মিলনী আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কনভেনশনে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। কনভেনশন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় ৯০০ জন গ্র্যাজুয়েট ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বুধবার দুপুরে ডুয়েটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা এসব তথ্য জানান। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী গাজী মোঃ আলতাফুজ্জামান। পুকুরে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগরে পানিতে ডুবে মুস্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে ঘোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামে শাহাবুদ্দীন মোল্যার ছেলে। জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করার সময় সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায় মুস্তাকিন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৯ মার্চ ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে আমীর আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, মাধবপুর পৌর শহরের আলাকপুর গ্রামের গোলাম আলীর ছেলে আমীর আলী বাড়িতে একটি বিদ্যুত লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় স্বজনরা আমীর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্নীতিবিরোধী সভা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ মার্চ ॥ বুধবার দুর্নীতিবিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথ পাঠ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এ আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সকালে ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেনÑ প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল আওয়াল, বিশেষ অতিথি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বদিওজ্জামান সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রমুখ। ৫০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় মৎস্য দফতর ও কোস্টগার্ডের অভিযানে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা মহানগরীর কেসিসি রূপসা পাইকারি মাছের বাজারের সামনের সড়কে অবস্থানরত ট্রাক থেকে এ জাটকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ও কোস্টগার্ডের রূপসা কন্টিনজেন্ট কমান্ডার আবু তালেব এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত জাটকা এতিমখানায় দেয়া হয়েছে বলে জানা গেছে। সেন্ট্রাল প্লাজায় ছাত্রলীগের ভাংচুর স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ছাত্রলীগের দুই গ্রুপের কথা কাটাকাটির জেরে ভাংচুরের শিকার হয়েছে জিইসি মোড় এলাকার সেন্ট্রাল প্লাজার অন্তত ১৫টি দোকান। ভাংচুরকারীরা ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মী। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এমইএস কলেজ ছাত্রলীগের দুটি গ্রুপ দুপুরে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে। এর জের ধরে দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি গ্রুপ ছুটে আসে সেন্ট্রাল প্লাজায়। সেখানে তারা ভাংচুর চালায়। এতে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তবে কারা এ ভাংচুর চালিয়েছে তা চিহ্নিত করা যায়নি। বেড়ায় কাউন্সিলরসহ আটক ছয় সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৯ মার্চ ॥ বেড়ায় নারী কেলেঙ্কারিসহ নানা কর্মকাণ্ডে অভিযুক্ত এক কাউন্সিলরসহ ছয়জনকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার দুপুর বারোটার সময় বনগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃতরা হলো কাউন্সিলর আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, বাবুল হোসেন, রজব আলী, হামিদুল হক ও বাবলু রহমান। এর মধ্যে প্রথম চারজন বনগ্রামের বাসিন্দা। হামিদুল হক ও বাবলু রহমানের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে। নোয়াখালীতে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৯ মার্চ ॥ সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের খাসেরহাট রাস্তার মাথা নামক স্থানে অগ্নিকা-ে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আপন মিড়িয়া, আতিক স্টোর, বিসমিল্লাহ ট্রেডার্স, আয়াত উল্যাহ গ্যারেজ, জননী স্টোর, সিরাজ স্টোর, মোহনা স্টোর ও আহম্মদ সওদাগরের গোডাউনসহ ১০টি দোকানে। ভ্যাকুটাগ পেল চসিক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্যুয়ারেজ বর্জ্য অপসারণে বিলগেটস ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) একটি ‘ভ্যাকুয়াম ক্লিনার ট্রাক’ হস্তান্তর করেছে ওয়াটার এ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর (ওসাপ)। বুধবার দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মেয়রের কাছে ভ্যাকুটাগের চাবি হস্তান্তর করেন ওসাপের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আবদুচ শাহিন। চসিক মেয়র বলেন, আধুনিক স্যুয়ারেজ পদ্ধতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় না থাকায় মানববর্জ্য ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি ছিল। বিশ্বব্যাংকের সহায়তায় চট্টগ্রাম নগরীতে স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেয়র বলেন, নগরবাসীর ট্যাক্সের ওপর নির্ভর করে নাগরিক সেবা নিশ্চিত করা হয়। ইতোপূর্বে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অনেকটা অনুদাননির্ভর ছিল। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে অবদান রাখছেন। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রকল্পের অধীনে ৭১৮ কোটি টাকার অনুমোদন দিয়েছেন। ৮৯৮ কোটি টাকার একটি প্রকল্প প্রি-একনেকে অনুমোদনের পর আগামী একনেকে অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। অস্ত্র-গুলিসহ আটক ১ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছার কৃষ্ণনগরের একটি বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ সাগর হোসেনকে (২২) নামে একজনকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ২ হাজার ২শ’ ৮০ পিস ইয়াবা এবং ৮ বোতল ফেনসিডিল। আটক সাগর হোসেন উপজেলার ডাক বাংলো রোডের মৃত শাহাদৎ হোসেনের ছেলে। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। জানা যায়, বুধবার দুপুরে কৃষ্ণনগরের (গাজীপাড়া) সিজান মাহমুদ শিপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ছাদ থেকে সাগর হোসেন লাফিয়ে পালানোর সময় একশ’ ইয়াবাসহ আটক হয়। স্ত্রী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ মার্চ ॥ স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাউফল থানার পুলিশ শহরের গার্লস স্কুল সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, ২০০২ সালে বাবুল তার স্ত্রীকে হত্যা করে।
×