ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরএসওর সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ মার্চ ২০১৭

আরএসওর সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ তদন্ত দল সরেজমিনে না আসার জন্য অঢেল টাকা খরচ করেও শেষ রক্ষা হয়নি আরএসওর সঙ্গে সম্পৃক্ত এক মৌলভির। অবশেষে টেকনাফের হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে অপসারিত ওই মৌলভি আফছার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত ২০টি অভিযোগের তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এ সংক্রান্ত গঠিত পূর্ণাঙ্গ কমিটি তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কমিটির প্রধান টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা রফিক উদ্দিন বুধবার এ তথ্য নিশ্চিত করে বলেন, আনুষ্ঠানিক তদন্ত শুরুর আগে এ সংক্রান্ত গঠিত পূর্ণাঙ্গ কমিটির তিন সদস্য বৈঠক করে ঐকমত্যের ভিত্তিতে কাজ শুরু করেছেন। অভিযোগকারী ৫ শিক্ষক যথাক্রমে মওলানা আলী আহমদ বাহারী, আবদুস শুকুর, জিয়াউর রহমান জিয়া, নুর মোহাম্মদ ও রশিদ আহমদের জবানবন্দী গ্রহণের পর অভিযুক্ত অপসারিত ভারপ্রাপ্ত পরিচালক আফছার উদ্দিনের জবানবন্দীও নেয়া হয়। কর্মরত শিক্ষকগণের আন্দোলনের মুখে ১৭ জানুয়ারি মওলানা আকছার উদ্দিন চৌধুরীকে অপসারণ করে তদস্থলে নায়েবে মুহতমিম মুফতি মওলানা আলী আহমদকে ‘ভারপ্রাপ্ত’ পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের ২০ দফা দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়ার পর দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ১৮ মার্চ মজলিশে শুরার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বার বার সময় নেয়ার কারণে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ সম্পন্ন করতে পারেনি তদন্ত কমিটি। ডোমারে ২১ চোরাই গরু উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একুশটি চোরাই গরু উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয় ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের পশ্চিম হরিনচড়া গ্রামের কইমারীপাড়া হতে। এ সময় ওই গ্রামের দুলাল রায়কে আটক করা হয়। উদ্ধারকৃত চোরাই গরুগুলোর মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে। পুলিশ জানায়, ওই গ্রামের আনসার আলীর ছেলে কুখ্যাত গরু চোর মমিনুল ও তার লোকজন বিভিন্নস্থান হতে গরু চুরি করে এনে নিজ বাড়িতে রাখে। এর মধ্যে জেলার জলঢাকায় একটি গরু চুরির ঘটনায় মামলা হয় এবং গরুর মালিক খবর পেয়ে ডোমারের হরিণচড়ার কইপাড়ায় দুলাল রায়ের বাড়িতে তার গরু দেখতে পায়। পুলিশকে জানালে দুলাল রায়ের বাড়ি হতে ওই গরুসহ দুলাল রায়কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল রায় গরুটি মমিনুলের কাছ ২০ হাজার টাকায় ক্রয় করেন জানিয়ে মমিনুলের বাড়িতে চোরাই গরু আরও রয়েছে কথাটি পুলিশকে জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে মমিনুলের বাড়ি হতে আরও ২০টি চোরাই গরু উদ্ধার করে। কৃষি উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২৯ মার্চ ॥ আউশ প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে প্রাথমিক পর্যায়ে ৫০ কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তার শিল্পী রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) উন্মে হানী, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাজেদা বেগম, কৃষি কর্মকর্তা জহির আহাম্মেদ, সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। স্বাস্থ্যসেবা মেলা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ^ কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে দিনব্যাপী নারীবান্ধব স্বাস্থ্যসেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিজয় স্তম্ভ সরণি মাঠে র‌্যালি ও নারীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে সকলের স্বাস্থ্যসেবা, মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও এলাকাবাসীকে স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতন করতে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই মেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম প্রমুখ।
×