ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রদল নেতার বাড়ি ভাংচুর

পুলিশের বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ মার্চ ২০১৭

পুলিশের বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ মার্চ ॥ ঈশ^রদীর দুই ছাত্রদল নেতার বাড়ি ও অফিস ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল। বুধবার দুুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, দুটি ঘটনার পর ঈশ^রদী থানায় অভিযোগ দিলেও তা গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয় চলতি মাসের ২৩ মার্চ রাতে পাকশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হাসান সুমনের নতুন রূপপুর গ্রামের বাড়িতে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্রদল নেতা সুমন ও তার স্বজনদের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। বার বার থানা পুলিশকে অবহিত করার পরেও তারা দেরিতে ঘটনাস্থলে পৌঁছেন। পরে ফায়ার সার্ভিস ঈশ^রদী ও ভেড়ামারার ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সুমন আমেরিকায় অবস্থান করার কারণে এ ঘটনায় সুমনের মা শাহানারা বেগম থানায় অভিযোগ দিতে গেলেও এখন পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হয়নি। অপরদিকে এই ঘটনার পরদিন রাত ১২টার দিকে ঈশ^রদী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সুমনের পৌর এলাকার রহনপুরস্থ নিজ ব্যবসায়িক কার্যালয় হামলা করে সন্ত্রাসীরা। সেখানে সুমনকে না পেয়ে নৈশপ্রহরীকে ব্যাপক মারধর করে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। এ ঘটনার পর সুমন থানায় অভিযোগ দিতে গেলে থানা পুলিশ তা গ্রহণ করেনি বলেও অভিযোগ করা হয়। এ বিষয়ে ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই জানান, অভিযোগ দিতে এলে আমরা কেন তা গ্রহণ করবো না। তারা না এসে উল্টো দোষ দিচ্ছেন বলেও জানান ওসি। দক্ষ মানবসম্পদ উৎপাদনের কোন বিকল্প নেই ॥ চবি উপাচার্য চবি সংবাদদাতা ॥ চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘একবিংশ শতাব্দীতে জ্ঞান-বিজ্ঞানে এ বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বায়নের তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ বিশ্বে নিজেদের অবস্থান সুসংহত করতে জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সৎ, দক্ষ ও যোগ্য মানবসম্পদ উৎপাদনের কোন বিকল্প নেই।’ চবি শিক্ষক সমিতি আয়োজিত ‘কালান্তরের মুখোমুখি উত্তরণের পথসন্ধান’ শীর্ষক জাতীয় সেমিনারে উপাচার্য এসব কথা বলেন। বুধবার ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চবি উপাচার্য। চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব সভাপতিত্ব করেন। এ সেমিনারে ‘বাঙালির কালান্তর ঃ কালান্তরের বিশ্বায়ন’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের ড. ভূঁইয়া মনোয়ার কবীর ও চবি বাংলা বিভাগের ড. মোহাম্মদ মহীবুল আজিজ।
×