ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবচেয়ে বিশাল দেহ

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ মার্চ ২০১৭

সবচেয়ে বিশাল দেহ

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ব্যক্তি জুয়ানের গ্যাসট্রিক বাইপাস সার্জারি (পাকস্থলিতে অপারেশন) হতে চলেছে আগামী মে মাসে। মেক্সিকোর চিকিৎসক এই সার্জারির তারিখও ঠিক করে দিয়েছেন। জুয়ান পেড্রো ফ্রাঁস্কোর ওজন ৫৯৫ কিলোগ্রাম। আগামী ৯ মে এই অপারেশনের জন্য জুয়ান তিন মাসের বিশেষ ডায়েটে রয়েছে। ইতোমধ্যে সে ৩০ শতাংশ ওজন কমিয়েছে। ১৭৫ কিলোগ্রাম ওজন আগে তাকে কমাতে হবে, তা না হলে এই অপারেশন সম্ভব নয়। ৩২ বছরের এই জুয়ানের নাম গত বছর নবেম্বরে খবরের শিরোনামে উঠে আসে। সে সময়ই সার্জারির কথা হয়েছিল। কিন্তু অত্যাধিক ওজনের জন্য তা সম্ভব হয়নি। তার মতোই আরও বহু লোক এই সমস্যায় ভুগছে। তারা যে জুয়ানের এই চিকিৎসা থেকে অনুপ্রেরণা পেয়ে এগিয়ে আসবে এমনটাই মনে করছেন অনেকে। -হিন্দুস্তান টাইমস
×