ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উচ্চ তাপে স্মার্টফোন নয়

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ মার্চ ২০১৭

উচ্চ তাপে স্মার্টফোন নয়

অনেকেরই প্রশ্ন, অতিরিক্ত তাপমাত্রার স্মার্টফোন ব্যবহার করলে ব্যাটারি বিস্ফোরিত হয়ে যায় কি না। লিথিয়াম আয়ন ব্যাটারির বিস্ফোরণ কয়েক বছর ধরেই পত্রিকার শিরোনাম হয়ে আসছে। যদিও এর পেছনে অনেক ক্ষেত্রে উৎপাদনজনিত ত্রুটি, খারাপ নক্সা অথবা অতিরিক্ত বৈদ্যুতিক চার্জের মতো বিষয়গুলোকে এত দিন দায়ী করা হয়েছে। তবে এখন পর্যন্ত সঠিক কারণটি চিহ্নিত করা সম্ভব হয়নি। এ ধরনের ব্যাটারিই প্রতিদিন লাখো বহনযোগ্য যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। এগুলোর মধ্যে যেগুলো ঠিকঠাক যতœ পেয়ে থাকে সেগুলোই সাধারণত নিরাপদ ও নির্ভরযোগ্য হয়ে দাঁড়ায়। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সব সময় সতর্ক করে থাকে যে উচ্চ তাপমাত্রায় ফোন ব্যবহার করলে তা ব্যাটারি ও ফোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ্যাপল, মাইক্রোসফট, স্যামসাং ও অন্য ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্মার্টফোন ও ব্যাটারি অতি গরম বা ঠা-া তাপমাত্রা থেকে দূরে রাখতে উপদেশ দেন। বেশির ভাগ প্রতিষ্ঠান ৩২ থেকে ৯৫ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রার মধ্যে স্মার্টফোন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। উত্তপ্ত গ্রীষ্মেরদিনে সরাসরি সূর্যালোকে অথবা কোন তাপের উৎসের কাছাকাছি বা পার্ক করা গাড়িতে ফোন রাখলে তাতে ব্যাটারির কর্মক্ষমতা হ্রাস পেতে পারে বা ব্যাটারির ক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। - নিউইয়র্ক টাইমস
×