ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হোস্টেল থেকে বিদেশী মেডিক্যাল ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ মার্চ ২০১৭

রাজশাহীতে হোস্টেল থেকে বিদেশী মেডিক্যাল ছাত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা হোস্টেল থেকে বিদেশী ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে তার লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়। ওই ছাত্রীর নাম রাউদা আতিফ (২০)। তার বাবার নাম মোঃ আতিফ ও মায়ের নাম আমিনা মহাসিমাত। তার বাড়ি মালদ্বীপে। রাউদা এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সে একজন মডেল কন্যা বলেও জানা গেছে। হোস্টেল কর্তৃপক্ষের বরাত দিয়ে নগরীর শাহ মখদম থানার ওসি জিল্লুর রহমান জানান, রাউদা মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯ নম্বর রুমে থাকত। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে দরজা ভেঙ্গে সহপাঠীদের সহযোগিতায় হোস্টেল কর্তৃপক্ষ লাশ বের করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ তাদের হেফাজতে নেয়। রাউদা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি জিল্লুর রহমান। তবে কি কারণে এবং কেন এ আত্মহত্যা এ বিষয়ে কোন কথ্য পাওয়া যায়নি। হোস্টেলের ইনচার্জ লাইলা আক্তার বলেন, বিদেশী কোটার ছাত্রী ছিল রাউদা। সে মডেলিংয়ের সঙ্গেও জড়িত। বেলা সাড়ে ১১টার দিকে সহপাঠীরা ডাকতে গিয়ে জানালা দিয়ে ঝুলতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। এ সময় দরজা ভেঙ্গে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাউদা ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই রুমে ওঠে। ওই ব্লকে শুধু বিদেশী শিক্ষার্থীরা থাকে বলে জানান তিনি। রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান, বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ রামেক হাসপাতালের শবাগারে রাখা হবে। তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে মালদ্বীপ দূতাবাসকে অবহিত করা হয়েছে। দূতাবাসের মাধ্যমে সেদেশে তার পরিবারকেও জানানো হয়েছে। দূতাবাসের মাধ্যমেই আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
×