ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ সুনামগঞ্জ উপনির্বাচনে ভোটগ্রহণ

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ মার্চ ২০১৭

আজ সুনামগঞ্জ উপনির্বাচনে ভোটগ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার। কমিশন জানিয়েছে এ আসনে নির্বাচনের জন্য সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিরতি ছাড়াই চলবে বিকেল চারটা পর্যন্ত। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ আসনে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ২০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এই আসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। কমিশন জানিয়েছে, দিরাই ও শাল্লা উপজেলার ১১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন। উপনির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে এলাকায় ৪ প্লাটুন বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
×