ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সামাজিক নিরাপত্তার অভাবে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না’

প্রকাশিত: ০৫:২৬, ৩০ মার্চ ২০১৭

‘সামাজিক নিরাপত্তার অভাবে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না’

সামাজিক নিরাপত্তার অভাবে বাংলাদেশে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না বলে মত দিয়েছেন গবেষকরা। তাদের মতে, সামাজিক নিরাপত্তার পাশাপাশি উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের ঘাটতি, দারিদ্র, নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি, যৌতুক প্রথা এসব কারণে বাংলাদেশে মেয়েদের অল্প বয়সেই বিয়ে হচ্ছে। বাংলাদেশের মেয়েদের বিয়ের গড় বয়স ১৬ দশমিক চার, যা দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট কম। ইস্ট ওয়েস্ট ভার্সিটির সিআরটি-এর আয়োজিত জাতীয় সম্মেলনে গবেষকদের প্রবন্ধ ও আলোচনায় এসব তথ্য ও মতামত উঠে আসে। ঢাকার আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৮ মার্চ মঙ্গলবার এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবি-এর বিজ্ঞানী ড. পিটার কিম স্ট্রেটফিল্ড ও ড. আব্দুর রাজ্জাক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন্স সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম। বিজ্ঞপ্তি মুক্তির চেষ্টা মসুলের মুনতাজাহ আল-নূর চিড়িয়াখানায় খাঁচায় বন্দী একটি সিংহকে দেখা যাচ্ছে। বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা। আইএস জঙ্গীদের হাত থেকে মসুল পুনরুদ্ধারে ইরাকী বাহিনীর সাম্প্রতিক অভিযানের সময় এই চিড়িয়াখানার অধিকাংশ পশু অনাহারে মারা গেছে। আন্তর্জাতিক পশু কল্যাণ চ্যারিটি ‘ফোর পস’ মঙ্গলবার চিড়িয়াখানাটির পশুদের সরিয়ে নেয়ার চেষ্টা করে। -এএফপি ছাগলের রৌদ্রস্নান! ইউরোপে হিমশীতল আবহাওয়ার অবসান ঘটছে। এখন সূর্য মামার আলো ও উষ্ণতার পরশ পেতে ব্যস্ত সেখানকার লোকেরা। রৌদ্রস্নানে সময় পার করছেন তারা। নিরাশ করা হচ্ছে না পশুদেরও। আর তাই জার্মানির দক্ষিণাঞ্চল সিগের কাছে একটি রেস্তরাঁর বাইরে বালুভর্তি বাক্সে কয়েকটি ছাগলকে রৌদ্রস্নানের সুযোগ করে দেয়া হয়েছে। -এএফপি
×