ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনএসইউতে নোবেল বিজয়ী স্যার রবার্টসের স্পেশাল পাবলিক লেকচার

প্রকাশিত: ০৫:২৫, ৩০ মার্চ ২০১৭

এনএসইউতে নোবেল বিজয়ী স্যার রবার্টসের স্পেশাল পাবলিক লেকচার

নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে বুধবার বেলা সাড়ে ১১টায় নোবেল বিজয়ী স্যার রিচার্ড জে রবার্টসের স্পেশাল পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও গবেষণাকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের উৎসাহ দেয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। স্যার রিচার্ড জন রবার্টস একজন ইংলিশ বায়োকেমিস্ট এবং মলকিউলার বায়োলজিস্ট। তিনি ১৯৯৩ সালে ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। -বিজ্ঞপ্তি প্রাইমএশিয়া ভার্সিটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার বেলা ১১টায় প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (পিএইউডিসি)-এবং ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৭ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক। Ñবিজ্ঞপ্তি বিএসএমএমইউতে জুলাই সেশনে বিভিন্ন কোর্সে ভর্তি পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-২০১৭ সেশনের এমফিল/এম.এমএড/ ডিপ্লোমা কোর্সসমূহের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ৯টায় বুয়েটের মূল ও পশ্চিম পলাশী ক্যাম্পাস অনুষ্ঠিত হবে। এ বছর চারটি অনুষদ থেকে ৬ হাজার ৫৫৬ পরীক্ষার্থী অংশ নেবেন। মেডিসিন, সার্জারি, ডেনটিস্ট্রি এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত এমফিল, এম.এমএড ও ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মেডিসিন অনুষদে ২২১৮ জন পরীক্ষার্থী, সার্জারি অনুষদে ৩১২৫ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১০৩৭ জন এবং ডেনটিস্ট্রি অনুষদে ১৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। কোর্সভিত্তিক এমফিল-এ ৯৪১ জন, এম.এমএড-এ ১৮ জন এবং ডিপ্লোমা কোর্সে ৫৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ বছর মোট আসনসংখ্যা হলো ৯৪১টি, এর মধ্যে এমফিল-এ ১৭৭টি, এম.এমএড-এ ১০টি এবং ডিপ্লোমা কোর্সের আসন সংখ্যা হলো ৭৫৪টি। -বিজ্ঞপ্তি ইউজিসিতে দুইদিনের ওরিয়েন্টেশন কর্মশালা উদ্বোধন ‘কিউএ মেকানিজম ফর রাউন্ড-৪ ইউনিভার্সিটিজ’ শীর্ষক দুই দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বুধবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, হেড, কোয়ালিটি এ্যাসিউরেন্স ইউনিট, ইউজিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি
×