ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকগুলোকে কয়েন ও ছেঁড়া নোট নিতে কঠোর নির্দেশ

প্রকাশিত: ০৫:২৪, ৩০ মার্চ ২০১৭

ব্যাংকগুলোকে কয়েন ও ছেঁড়া নোট নিতে কঠোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রাহকদের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান, ধাতব মুদ্রা গ্রহণ ও বিতরণের বিষয়টি নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বিধি-মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্র ও কার্যপত্রের মাধ্যমে সব তফসিলি ব্যাংকের শাখা জনসাধারণের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান ও জনসাধারণের মাঝে ধাতব মুদ্রা সরবরাহের নির্দেশ দেয়া হলো। ভারতে এ বছর কয়লা উৎপাদন ৭৫ শতাংশ কমতে পারে অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি আর্থিক বছরে ভারতের কোল ইন্ডিয়ার কয়লা উৎপাদন বৃদ্ধির হার আগের বছরের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কমতে পারে। এই আশঙ্কা জানিয়েছেন কোল ইন্ডিয়ার বিপণন বিভাগের ডিরেক্টর এস এন প্রসাদ। ভারত চেম্বার অব কমার্স আয়োজিত কয়লা নিয়ে সভার শেষে প্রসাদ জানান, চলতি অর্থবর্ষে কয়লা উৎপাদন আগের বছরের থেকে ২.২৫ শতাংশ বাড়তে পারে। গত অর্থবর্ষে তা বেড়েছিল ৯ শতাংশ। বিদ্যুত উৎপাদন সংস্থাগুলোর সঙ্গে কয়লা সরবরাহের ব্যাপারে যে চুক্তি কোল ইন্ডিয়া করেছে তাতে চলতি অর্থবর্ষে মোট ৫১ কোটি ৭০ লাখ টন সরবরাহ করতে হবে। উৎপাদন কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রসাদ বলেন, ‘যে সব কারণে উৎপাদন কমার আশঙ্কা দেখা দিয়েছে, তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য, তালচেরে জমিদাতাদের পুনর্বাসন সংক্রান্ত সমস্যার জেরে উৎপাদন ব্যাহত হওয়া।’ অবশ্য হালে কয়লার চাহিদা অনেকটাই কমেছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, তারই প্রভাব পড়েছে চাহিদায়। এ প্রসঙ্গে সোম বলেন, এর জন্য কয়লা উৎপাদন সংস্থাগুলোর উচিত, শুধু কয়লা বিক্রির ওপর নির্ভর না করে বিকল্প আয়ের পথ খুঁজে বের করা। স্মার্টফোন বিক্রি তালিকায় এক নম্বরে আইফোন অর্থনৈতিক রিপোর্টার ॥ স্মার্ট ফোন বিক্রির নিরিখে এবার এক নম্বরে উঠে এল আইফোন! গত বছরের শেষ কোয়ার্টারে স্যামসাংকে হারিয়ে ব্র্যান্ড হিসেবে এক নম্বর স্মার্টফোনের জায়গা করে নিয়েছিল আইফোন। এবার ২০১৬ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের শিরোপাও উঠে এল এ্যাপলের মাথায়।
×