ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেগে উঠুক সহমর্মিতা

প্রকাশিত: ০৫:১৮, ৩০ মার্চ ২০১৭

জেগে উঠুক সহমর্মিতা

স্রষ্টা মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কাজকর্ম করতে পারে। কিন্তু বিধির খেয়ালে কিছু মানুষ জন্মগতভাবে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে। আবার কিছু মানুষ বিভিন্ন দুর্ঘটনায় পড়ে প্রতিবন্ধিত্ব অর্জন করে। ফলে বেশির ভাগ ক্ষেত্রে এ সকল মানুষ হয়ে পড়ে মানব সমাজের বোঝা। অন্যের কৃপা প্রার্থী ও অন্যের ওপর নির্ভরশীল। আমরা যে শান্তিময় পৃথিবীর কথা চিন্তা করি সেখানে তাদেরও বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে। তারাও আমাদের মানব সমাজের একটা অংশ। তাদের উপেক্ষা করে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারি না। তাদের প্রতি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের রয়েছে দায়িত্ব। তাদের যাবতীয় মৌলিক চাহিদা যথাযথ পূরণ ও সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য আনন্দময় পরিবেশ তৈরি করতে হবে। আমাদের অঙ্গীকার হোক, তাদের মনে কষ্ট লাগে এমন কোন কাজ আমরা করব না। কেউ করলে তাকে বুঝিয়ে বলব। আমাদের আগামী প্রজন্ম অর্থাৎ শিশুদের ওদের ভালবাসতে ও শ্রদ্ধা করতে শেখাব। বাস্তব জীবনে আমরা দেখতে পাই কোন জীবজন্তু বিপদে পড়লে বা আহত হলে ঐ প্রজাতির অন্য জীবরা তাকে সাহায্য করে নিরাপদ দূরত্বে নিয়ে যায়, তার সমস্যা সমাধানের চেষ্টা করে। আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব। আমাদের আছে মনবতা। প্রতিবন্ধী ব্যক্তি তো আমাদের ভাই-বোন বা সন্তান। আমরা অবশ্যই পারি তাদের পাশে দাঁড়াতে, তাদের দিকে সহায়তার হাত বাড়াতে, তাদের দিকে মায়াভরা স্নেহ দৃষ্টি দিয়ে তাকাতে। আমাদের সবার মাঝে জেগে উঠুক সহমর্মিতাবোধ। ভাঙ্গুড়া, পাবনা থেকে
×