ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসিব মাহামুদ মোশারফ

সমাজের অংশ ওরা

প্রকাশিত: ০৫:১৭, ৩০ মার্চ ২০১৭

সমাজের অংশ ওরা

প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ, সমাজকে এগিয়ে নিতে তাদেরও ভূমিকা অপরিহার্য। আমাদের যেমন বাঁচার অধিকার আছে তেমনিও রয়েছে ওদেরও। কিন্তু আমরা তাদের সে সুযোগ দিয়ে থাকি না। সকল অসহায় শ্রেণীর মানুষরা আজ সমাজে সবচেয়ে লাঞ্ছিত, অবহেলিত, তাদের নেই কোন শিক্ষার সুযোগ, এমনকি নেই ভাল কাজেরও ব্যবস্থা। কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো ইচ্ছা হয় ভালভাবে বেঁচে থাকার ভাল কিছু করে দেখাবার। মত প্রকাশের স্বাধীনতাও তাদের আছে। কিন্তু আমরা সবসময় তাদেরকে দূরে ঠেলে দেই। তাদেরকে সমাজের বোঝা মনে করি। আমার নিজের চাচাত ২টি ভাই দীর্ঘ ১৪ বছর ধরে প্রতিবন্ধী। তারা যে কত কষ্টে থাকে তা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। তাদেরও ইচ্ছা করে সমাজের আর কয়টা ছেলেমেয়ের মতো বেড়ে ওঠার। কিন্তু পরিবার, সমাজ, তাদেরকে সে সুযোগটা দিতে কার্পণ্য করে। সমাজের মানুষদের বুঝতে হবে তাদেরও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। যারা আজ সবকিছু হারিয়ে অন্যের ওপর নির্ভরশীল, তাদের পাশে এসে আমাদেরই দাঁড়াতে হবে। বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত। এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে সামনের দিকে। তারাও তো আমাদের দেশের ভবিষ্যত, তাদের মাধ্যমেও দেশ এগিয়ে যাবে উন্নয়নের চরম শিখরে। তারাও তো কোন না কোন মায়ের সন্তান, কারও ভাই, কারও বোন। শুধু সরকার এগিয়ে আসলেই তাদের স্বপ্ন পূরণ হবে না। তাদের উজ্জ্বল ভবিষ্যত লক্ষ্য করে আমাকে, আপনাকেই এগিয়ে আসতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। বাড়িয়ে দিতে হবে সাহায্য ও সহযোগিতার হাত। তাহলেই না সমাজে তারাও সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ পাবে। উত্তম হাজিপাড়া রংপুর থেকে
×